বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, জুলাইয়ে ভাসতে পারে বাংলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্ষার প্রথম দিকে ভারী বৃষ্টিতে বাংলার অধিকাংশ জেলা ভাসলেও সম্প্রতি সেই বৃষ্টির ক্ষেত্রে কিছুটা হলেও লাগাম লক্ষ্য করা গিয়েছে। তবে এরই মাঝে নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের কারণে বাংলা জুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জুলাইয়ের বাকি দিনগুলিতে নতুন করে বাংলা ভাসতে পারে বলেও মনে করা হচ্ছে।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে বঙ্গোপসাগরে কি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে তার আগে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায়। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। তবে উপকূলবর্তী এলাকায় বেশি প্রতিকূল পরিস্থিতি লক্ষ্য করা যাবে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে মঙ্গলবার বিকেল বেলায় একটি আবহাওয়ার বুলেটিন দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। কারণ হিসেবে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে তাকেই দায়ী করা হয়েছে।

হাওয়া অফিসের অনুমান আগামী ২৩ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার কারণে ২২ ও ২৩ জুলাই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ও বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে আগামী ২৬ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাবে। আর এই বৃষ্টি একনাগাড়ে চলতে পারে ২৮ এপ্রিল পর্যন্ত। তবে টানা বৃষ্টি হলেও তাপমাত্রার যে খুব একটা হেরফের হবে তেমনটা নয়। বাতাসে আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে দিনের তাপমাত্রা কিছুটা হলেও কম হবে।

Advertisements