রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে সঙ্গে রাখবেন ছাতা, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যেভাবে রাজ্যে শীতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তা সচরাচর দেখা যায় না। তবে এরই মাঝে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙ্গানি লক্ষ্য করা যাবে বলে জানাল হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার এই চোখ রাঙানির পাশাপাশি ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিক থাকতে দেখা যায় অন্যান্য সময়। তবে এই বছর এখনো পর্যন্ত এই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় জেলার ভিত্তিতে ৩-৪ ডিগ্রী কম রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকার পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৪° কম।

তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও তা দিন তিন চারেকের মধ্যে স্বাভাবিকে পৌঁছে যাবে। পাশাপাশি আগামী রবিবার এবং সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার এই কারণে হঠাৎ তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যাবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগরের উপর রয়েছে উচ্চচাপ বলয়। এই দুয়ের প্রভাবেই আগামী রবিবার এবং সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা ভারী না হলেও হালকা বৃষ্টিতে ভিজবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টিতে ভিজতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪° কম। একইভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪° কম।