Weather Update West Bengal: ধেয়ে আসছে ৫০ কিমি বেগে ঝড়, রাজ্যের জেলায় জেলায় জারি হলুদ সর্তকতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরুতেই নতুন করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে দুই বঙ্গের ঝড়-বৃষ্টি সহ বজ্রপাতের পূর্বাভাস (Weather Update West Bengal) দেওয়া হয়েছে হাওয়া অফিসের (IMD) তরফ থেকে। মার্চ মাসের শুরুতেই এমন আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় নতুন করে হাওয়া বদল দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায়।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে রবিবার থেকেই এমন পূর্বাভাস জারি করা হয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সকাল থেকেই মেঘে ঢাকা পড়েছিল এবং ছিটেফোঁটা বৃষ্টির দেখা মেলে। একই রকম পূর্বাভাস রয়েছে সোমবারের জন্যও। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি হওয়ার দাপটও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

নতুন করে আবহাওয়ায় এমন বদল আসার কারণ হিসেবে হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এছাড়াও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি থেকে শুরু করে ঝড় ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisements

আরও পড়ুন ? Winter farewell: ফেব্রুয়ারির শেষে হালকা শীতের কামব্যাক! আর কতদিন থাকবে এমন আমেজ জানালেও হওয়া অফিস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। অন্যদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় পরিস্থিতি অনুকূল হতে শুরু করলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে।

এক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার। অন্যদিকে এমন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই জানানো হয়েছে।

Advertisements