জোড়া নিম্নচাপের অবস্থান বাংলায়, বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি বলছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরু থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে বাংলার বাসিন্দাদের। এই হাঁসফাঁস অবস্থার মধ্যেই শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে সেই পূর্বাভাস সুবিধাজনক হয়নি। রবিবার সকাল থেকে বহু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই। তবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলার ভিত্তিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ৮৭%।

Advertisements

তবে এই সকল পরিস্থিতির দিকে তাকিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। তবে এই বৃষ্টির পূর্বাভাস আগামী ২৪ ঘন্টার পর রয়েছে। কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার বদল ঘটতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস।

Advertisements

দু-চার দিন পরই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সেই সময়ই দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্য জেলার পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখার অবস্থানের বড় পরিবর্তন হয়েছে। যার ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। এরফলেই বৃষ্টির সম্ভাবনা তৈরী হচ্ছে। এই মুহূর্তে যে দু’টি নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা গিয়েছে সেই দুটির মধ্যে একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর এবং আরেকটি রয়েছে নিম্ন গাঙ্গেয় সমভূমির উপর।

Advertisements