নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি হলেই স্বস্তি আর বৃষ্টি থামলেই অস্বস্তি। ভাদ্র মাসে এমন আবহাওয়া হবে এটাই স্বাভাবিক। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চলতি বছর বরাবরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাসিন্দাদের। এই বছর কোনভাবেই স্বস্তি মিলছে না। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামতেই ফের প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এই পরিস্থিতি দিন কয়েকের মধ্যেই পরিবর্তন হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (IMD)।
আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস জানাতে গিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে যে অস্বস্তিকর পরিস্থিতি চলছে তা আরও দিন কয়েক চলবে। বর্তমান পরিস্থিতির মতোই পরিস্থিতি আরও দিন দুই তিনেক বজায় থাকবে। আগামী দিন দুই তিনেক দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে মাঝে কোথাও বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। বরং তাপমাত্রার পারদ আরও চড়বে এবং প্যাচপ্যাচে গরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার এই ভাবেই কাটানোর পর শুক্রবার থেকে পরিস্থিতিতে কিছুটা বদল আসবে। ঐদিন থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার মত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝেপে বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে এই বৃষ্টি পুনরায় শুরু না হওয়ার আগে পর্যন্ত রীতিমত খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বলেই মনে করা হচ্ছে। কেননা হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি না পাওয়ার আগে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এক ধাক্কায় ৪ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার অর্থ হল পরিস্থিতি নাজেহাল হয়ে যাওয়া।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টি চলবে। যদিও আগের তুলনায় বৃষ্টির পরিমাণ ছোটা হলেও কম হবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।