৩০-৪০ কিমি বেগে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ। ভ্যাপসা গরমে অস্বস্তিতে আমজনতা। এই ভ্যাপসা গরমের পিছনে রয়েছে বিপুল পরিমাণ জলীয়বাষ্প রাজ্যে ঢোকা। এই জলীয়বাষ্প বজ্রগর্ভ মেঘের সৃষ্টি করছে। আর সেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

পাশাপাশি আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছাড়াও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে একইভাবে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা মিলতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্র ও শনিবার।

এদিন রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা

শ্রীনিকেতন ২৭.৬, বাঁকুড়া ২৮.৪, আসনসোল ২৩.৮, বালুরঘাট ২৮.২, ব্যারাকপুর ২৮.২, বহরমপুর ২৬, বর্ধমান ২৭.৪, ক্যানিং ২৮.৪, কোচবিহার ২২.১, দার্জিলিং ১৪, দিঘা ২৮.২, কলকাতা ২৮.৫, মালদহ ২৮.৬, পুরুলিয়া ২৬, শিলিগুড়ি ২৪.৫।