ভোলবদল সময়ের অপেক্ষা, ধেয়ে আসছে কালবৈশাখী, শিলাবৃষ্টি, কাঁপবে এই সব জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দেখতে দেখতে শীত বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে চলে যায়। সময়ের বেশ কিছুদিন আগে থেকেই শীতের পাততাড়ি গুটিয়ে চলে যাওয়া হঠাৎ গরম আবহাওয়া তৈরি করে। তবে এই পরিস্থিতিতে হাওয়া অফিসের (Weather Office) কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস স্বস্তি দিচ্ছে বাংলাকে।

Advertisements

শুধু স্বস্তি দেওয়া নয়, ইতিমধ্যেই গত সপ্তাহের শুক্রবার রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা ঝড়ের দাপট এবং বৃষ্টির দেখা মিলেছে। সেই রকমই হাওয়া অফিসের তরফ থেকে মঙ্গলবার কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিল। আচমকা আবহাওয়ার বদলের পাশাপাশি মঙ্গলবার থেকে শুরু হওয়া দুর্যোগ পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বলেও জানানো হয়েছে।

Advertisements

ঝাড়খন্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অথবা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলেই মঙ্গলবার থেকে আবহাওয়ার এমন ভোলবদল লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় মঙ্গলবার ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। বুধবার দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে নতুন করে ঝড়-বৃষ্টি শুরু হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমে। আবহাওয়ার এমন পরিবর্তন মঙ্গলবার থেকে লক্ষ্য করা যাবে বলে অনুমান করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে এবং সেই পরিবর্তন শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Advertisements