শীতের দাপট আর কতদিন, কি জানাচ্ছে হাওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর শীতের চরম খামখেয়ালিপনা লক্ষ্য করা গেছে। ডিসেম্বর মাসে একদফায় জাঁকিয়ে শীত পড়লেও জানুয়ারি মাসের গোড়ার দিকে কোথায় যেন উধাও হয়ে যায় শীত। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে শীতবস্ত্র তুলে দেওয়ার মত অবস্থা। তবে অফিসের পূর্বাভাস কি সত্যি করে মকর সংক্রান্তি ঠিক আগে পুনরায় শীতের প্রত্যাবর্তন হয়।

Advertisements

Advertisements

শীতের প্রত্যাবর্তনে শীত এতটাই জাঁকিয়ে পরে যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়। এখনও পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কম। মঙ্গলবার শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রী সেলসিয়াস। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে ১৩.৮ ডিগ্রী সেলসিয়াসে। মঙ্গলবার এবং বুধবার তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস রয়েছে।

Advertisements

তবে এরই সাথে সাথে বৃহস্পতিবার থেকে পুনরায় তাপমাত্রার পারদ নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি হাওয়া অফিস এটাও জানিয়েছে যে গোটা জানুয়ারি মাসই বাংলায় শীতের আমেজ অনুভূত হবে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের উপর একটি অক্ষরেখা বিরাজ করায় মেঘলা আকাশের কারণে দুদিন তাপমাত্রা বাড়বে।

অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গল এবং বুধবার তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও বৃহস্পতিবার থেকে পুনরায় তাপমাত্রার পারদ নামতে শুরু করবে এবং এই শীতের আমেজ পশ্চিমবঙ্গে বজায় থাকবে জানুয়ারি মাসের শেষ অব্দি। আর এই গোটা জানুয়ারি মাস শীতের আমেজ বহন করার পূর্বাভাসে স্বাভাবিকভাবেই খুশির শীতপ্রেমীরা।

Advertisements