নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলীয়বাষ্পের আধিক্য বাড়ার কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, শুক্রবার এমনই পূর্বাভাস দেওয়া হল আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি আগামী সপ্তাহের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তাতে জানানো হয়েছিল শুক্রবার উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী ৪৮ ঘন্টার জন্য দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। পাশাপাশি জানানো হয়েছে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। আর এই আবহাওয়া আগামী চার পাঁচ দিন একই রকম থাকবে বলে জানানো হয়েছে।
[aaroporuntag]
দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে সেই সকল জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে অনুমান করছে হাওয়া অফিস।