Chittaranjan Locomotive Works Record: চিত্তরঞ্জন লোকোমোটিভের ঝোড়ো ইনিংস! জানলে আপনারও বুক গর্বে ভরে যাবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রায় অধিকাংশ মানুষই প্রতিদিন রেল পরিষেবার (Indian Railways) ওপর ভর করে যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করার অর্থ হলো ট্রেনে চড়ে যাতায়াত করা। আর এই ট্রেনগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গা টেনে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় ইঞ্জিনের। ইঞ্জিন না থাকলে ট্রেন যাত্রীদের নিয়ে ছুটে যেতে পারত না।

Advertisements

ভারতবর্ষে যে সকল ট্রেনের ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (Chittaranjan Locomotive Works)। বাংলার পশ্চিম বর্ধমানের এই রেল ইঞ্জিন তৈরির কারখানা শুধু বাংলার গর্ব নয়, বরং এটি দেশের গর্বের একটি ইঞ্জিন তৈরির কারখানা। একাধিক সময়ই এই রেল ইঞ্জিন তৈরির কারখানাকে ঝোড়ো ইনিংস খেলতে দেখা যায়। আর এবার যে ঝোড়ো ইনিংস খেলল তা জানলে আপনার বুকও গর্বে ভরে যাবে।

Advertisements

আসানসোলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ২০২১-২২ অর্থবর্ষে ৪৮৬ টি ইঞ্জিন তৈরি করেছিল। একটি অর্থবর্ষে তাদের তৈরি ৪৮৬ টি ইঞ্জিন রেকর্ড তৈরি করেছিল দেশের বুকে। তবে এবার এই রেল ইঞ্জিন তৈরির কারখানাটি এমন একটি রেকর্ড গড়লো যা নিজের রেকর্ডকেই ভেঙে দিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৫০০টি ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে ইতিমধ্যেই। এর থেকে ঝোড়ো ইনিংস আর আগে কোনদিন তাদের খেলতে দেখা যায়নি।

Advertisements

আরও পড়ুন ? কপাল খুলল বাংলার! এবার গোটা গোটা বন্দে ভারত ইঞ্জিন তৈরি হবে এই কারখানায়

তবে ৫০০টি রেল ইঞ্জিন তৈরি করেই থেমে থাকতে চাইছে না চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। কেননা চলতি অর্থ বর্ষ শেষ হতে এখনো প্রায় ২ মাস সময় রয়েছে। আর এই সময়ের মধ্যে তাদের তরফ থেকে আরও ৪০টি রেল ইঞ্জিন তৈরির পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য রয়েছে চলতি অর্থ বর্ষে অন্ততপক্ষে ৫৪০টি রেল ইঞ্জিন তৈরি করার। ৫৪০ টি রেল ইঞ্জিন তৈরি করার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বড় রেকর্ড তৈরি করবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

একটি অর্থ বর্ষের ৫৪০ টি লোকোমোটিভ তৈরি করার জন্য যেভাবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এর তরফ থেকে নেওয়া হয়েছিল তাতে তারা গত বছর সেপ্টেম্বর মাসেই লক্ষ্যমাত্রার অনেক কাছে পৌঁছে গিয়েছিল। এরপর তাদের গতি আরও বৃদ্ধি করা হয়েছে এবং চলতি অর্থ বর্ষ শেষ হওয়ার আগেই ৫৪০ টি ইঞ্জিন তারা তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের আরও একটি বড় রেকর্ড রয়েছে আর সেটি হল ৭৮ দিনে ১০০ টি ইঞ্জিন তৈরি করা। এছাড়াও একদিনে ১২টি ইঞ্জিন তৈরি করার রেকর্ডও রয়েছে তাদের।

Advertisements