করোনা পজিটিভ দমকল মন্ত্রী, রাজ্যে প্রথম কোনো মন্ত্রী করোনার কবলে

নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত ভিন রাজ্যের মন্ত্রীদের করোনা পজেটিভ নিয়ে আসছিল নানান খবর। আর এবার উদ্বেগ বাড়িয়ে পশ্চিমবঙ্গেই করোনা পজেটিভ হলেন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যে এই প্রথম কোন মন্ত্রী করোনা পজিটিভ। তবে এর আগেও পশ্চিমবঙ্গের এক তৃণমূল বিধায়ক করোনা পজিটিভ হয়েছেন, যিনি হলেন তমোনাশ ঘোষ। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর করোনা পজিটিভ হওয়ার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে জানা গেছে তিনি করোনা পজিটিভ হলেও তার মধ্যে এখনো কোনো রকম উপসর্গ দেখা দেয় নি। তাই তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন আইসোলেশনে। সুজিত বসুর বাড়ির পরিচারিকার করোনা পজিটিভ হয় চারদিন আগে। তারপর থেকেই সুজিত বসুর পরিবারের সদস্যদের নিয়মমাফিক নমুনা পরীক্ষা করা হচ্ছিল। এরপর এই বৃহস্পতিবার তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে জানা যায়।

দমকল মন্ত্রী সুজিত বসু করোনা পজিটিভ হওয়ার পর তিনি প্রথম রাজ্যের কোনও মন্ত্রী যিনি করোনা পজিটিভ হলেন। তবে আশার আলো এটাই যে এখনো পর্যন্ত তার শরীরে কোন রকম উপসর্গ দেখা দেয় নি।