বাংলায় ফেব্রুয়ারি মাসেই খুলতে পারে স্কুল, দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অবশেষে প্রায় এক বছর পর পুনরায় খুলতে চলেছে বাংলার স্কুলের দরজা। যদিও তাও এখন সম্ভাবনা বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, রাজ্য সরকার চিন্তাভাবনা চালাচ্ছে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ পুনরায় স্কুল খোলার বিষয়ে। তবে এই সম্ভাবনার কথা জানানোর পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন সবার জন্য আপাতত স্কুলের দরজা খুলছে না।

Advertisements

Advertisements

দেশ তথা রাজ্যের সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমতে থাকায় করোনা বিধিতে প্রায় সমস্ত রকম ছাড় দেওয়া হয়েছে। তবে সমস্ত রকম ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও স্কুলের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যায় নি। কারণ বেশ কয়েকটি রাজ্যের স্কুল খুললেও দেখা গিয়েছে পুনরায় তা বন্ধ করতে হয়েছে। যার পরেই সকলের মধ্যে একটাই প্রশ্ন কবে খুলবে রাজ্যের স্কুল? আর এই প্রশ্নের উত্তরে জোর সম্ভাবনার কথা মঙ্গলবার শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখ থেকে।

Advertisements

শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে যদি স্কুলের দরজা খুলে দেওয়া হয় সে ক্ষেত্রে চারটি শ্রেণীর পড়ুয়াদের নিয়ে স্কুল করা হবে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পঠন-পাঠন শুরু করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের। এনিয়ে তিনি আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে আলোচনা করবেন। তাদের মতামত অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন শুরু করার পর ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর দিকে তাকানো হবে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যেই স্কুলগুলি স্যানিটাইজ করা হচ্ছে। তা সত্ত্বেও স্কুলে গিয়ে যদি বাচ্চাদের কিছু হয় সে ক্ষেত্রে এর দায়িত্ব কে নেবে? দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। যে জন্য অভিভাবকদের সম্মতিও প্রয়োজন।

যে কারণেই এই সকল সমস্ত দিক ভাবনা চিন্তা করার পর প্রাথমিকভাবে আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সরকারি স্কুল খোলার পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও খোলার কথা জানান তিনি। তবে কোন স্কুল না চাইলে জোর করা হবে না।

Advertisements