সাপ চেনা, সাপের কামড়ে করণীয়, এক নিমেষে সমাধান করবে এই অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে রাজ্যের একাধিক জেলায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তবে তা সাপের কামড়ে মৃত্যু বললে ভুল হবে, বরং তা সাপের কামড়ে মৃত্যুর পর সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণেই মৃত্যু, এমনটাই মনে করেন সর্প বিশেষজ্ঞরা। এই সকল অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে সাপের কামড়ের পর ওঝা গুণিনের কাছে নিয়ে গিয়ে বিলম্বিত করার ফলেই মৃত্যু হয়েছে ওই সকল ব্যক্তিদের।

যে কারণে সাপ চেনা এবং সাপের কামড়ে মৃত্যু হলে অবিলম্বে কি কি করণীয় তা জেনে রাখাটা অত্যন্ত জরুরী। এই জরুরি বিষয়গুলি জানার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আনা হয়েছে একটি অ্যাপ। যে অ্যাপে এক নিমিষে মিলবে সাপে কামড়ালে অবিলম্বে কি কি করনীয় এবং বিষধর সাপ সম্পর্কে একাধিক তথ্য। বর্তমানে এই অ্যাপের নাম রয়েছে ‘অবিলম্বে’, তবে আগামী দিনে এই অ্যাপের বেশ কিছু ভোলবদল হতে চলেছে বলে জানা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে।

রাজ্য সরকারের এই অ্যাপটিতে রয়েছে সাপে কামড়ালে কি করবেন আর কি করবেন না, প্রতিরোধমূলক ব্যবস্থা, সাপের বাসস্থান ও স্বভাব, বিভিন্ন ধরনের সাপের ছবি এবং শিক্ষামূলক ভিডিও। এছাড়াও রয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি এই অ্যাপে রয়েছে একটি টোল ফ্রি নম্বর। যাতে কোনোরকম অসুবিধা হলে ফোন করে সাহায্য নেওয়া যেতে পারে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনে এই অ্যাপটিতে আরও একাধিক ফিচার যুক্ত করা হচ্ছে। পাশাপাশি নাম পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। তবে কি নাম হতে চলেছে এই অ্যাপের তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। অ্যাপটির আরও আধুনিকীকরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাপের নতুন নামকরণ করে নতুনভাবে লঞ্চ হবে বলেও জানা যাচ্ছে।