Countries without States: বাংলাদেশ থেকে পাকিস্তান, কোন দেশে কটি রাজ্য! কোন দেশে রাজ্য নেই!

Prosun Kanti Das

Published on:

Advertisements

What are the countries without states among the neighboring countries of India: ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা ৯ টি। এর মধ্যে ৭ টির সাথে স্থলপথে এবং দুটি দেশ রয়েছে যাদের সাথে যোগাযোগ চলে জল পথে এই প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে তো কোন দেশের সাথে রয়েছে শত্রুতা। প্রতিবেশী দেশগুলির মধ্যে চীন, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল ও বাংলাদেশ ভারতের সীমানাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এদের মধ্যে কোন দেশ ভারতের মতোই কয়েকটি রাজ্যে বিভক্ত; তো কোন দেশে রাজ্যের ব্যবস্থায় নেই (Countries without States)। আজ এই প্রতিবেদনের মাধ্যমে এই প্রতিবেশী দেশগুলোর অন্তর্ভুক্ত রাজ্য সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব।

Advertisements

ভারতের প্রতিবেশী দেশগুলোর (Countries without States) মধ্যে সবার প্রথমেই যার নাম মনে পড়ে তা হল বাংলাদেশ। এই দেশে কিন্তু কোন রাজ্য নেই। মোট ৬৪ টি জেলা নিয়ে গঠিত এই দেশ। প্রতিটি জেলায় ৮ টি থেকে ১৫ টি উপজেলাও রয়েছে। বাংলাদেশের অন্তর্ভুক্ত জেলা গুলি হল ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট ইত্যাদি। গোটা বাংলাদেশ জুড়ে একটি সরকারের প্রচলন রয়েছে।

Advertisements

৭ টি রাজ্য নিয়ে গঠিত আয়তনে খুবই ছোট একটি দেশ নেপাল। ২০১৫ সালের ২০ শে সেপ্টেম্বর নেপাল কে ৭ টি রাজ্যে ভাগ করা হয়। রাজ্য গুলির নাম হলো কোসি, মধ্য, বাগমতি, গণ্ডকী, লুম্ববিনি, কর্নালী ও সুদূর পশ্চিম। ভারতের লোকসভা বিধানসভার মতনই নেপালে সরকার গঠন পদ্ধতি অনেকটাই এক। নেপালের কথা উঠলেই একই সাথে মনে পড়ে যায় ভুটানের কথা। ভুটানেও কোন রাজ্য নেই (Countries without States) এই দেশটি ও কয়েকটি জেলা নিয়ে গঠিত। ২০ টি জেলা নিয়ে গঠিত ভুটান। অবশ্য ভুটানের স্থানীয় বাসিন্দারা এই জেলাগুলিকে জংখাব নামে অভিহিত করে থাকেন।

Advertisements

আরও পড়ুন ? Kalighat Temple: দেখলে চোখ ফেরাতে মন চাইবে না! এত কেজি সোনায় মুড়ে ফেলা হলো কালীঘাট মন্দিরের চূড়া

পাকিস্তান ও ভারতের সাথে খুব একটা সুসম্পর্ক না থাকলেও প্রশাসনিক ব্যবস্থা অনেকটা ভারতের মতোই। পাকিস্তানে মোট জেলা রয়েছে ১৭০ টি আর প্রদেশ রয়েছে ৪ টি প্রদেশ গুলি হল পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু, খাইবার পাকতুনখাওয়া ইত্যাদি। এছাড়াও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পাকিস্তান সরকার দ্বারা নিয়ন্ত্রিত।

বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ও ভারতের অন্যতম প্রতিবেশী দেশ চীন মোট ৯১৩ টি জেলা কুড়িটি প্রদেশ ও পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে গঠিত চীনের অন্তর্ভুক্ত দুটি প্রশাসনিক অঞ্চল হলো হংকং ও ম্যাকাও এদেশের অন্তর্ভুক্ত পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল হল তিব্বত, মঙ্গোলিয়া, নিনজিয়া ওএনজি এবং জিনিয়াং। মায়ানমারে আবার ৭ টি রাজ্য ও সাতটি বিভাগ, এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। রাজ্য গুলির নাম হল চীন, প্রাচীন, কায়া, কায়ন, সোম, রাখাইন এবং শোন।

Advertisements