PAN Card Rules: প্যান কার্ড পুরাতন হলেই কী পরিবর্তন করা প্রয়োজন! যা না জানলেই নয়

What are the legal rules for 10 year old PAN card: প্যান কার্ড (PAN Card Rules) হল ভারতের আয়কর বিভাগ দ্বারা জারি করা একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। এর পুরো নাম হল পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর। এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যা আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি কেনা, ঋণ নেওয়া এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য প্রয়োজন। প্যান কার্ড ছাড়া আপনি আয়কর রিটার্ন, ব্যাঙ্কে টাকা জমা এবং আরও অনেক গুলো গুরুত্বপূর্ন কাজ আছে যা করতে পারবেন না। অন্যদিকে, প্যান কার্ডে ভুল তথ্য থাকলে বা আপডেট না হলে আপনার বহু কাজ আটকে যেতে পারে।

তবে অনেকের মনেই সংশয় রয়েছে যে দশ বছর পুরনো আধার কার্ডের মত প্যান কার্ডের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য? কি বলছে আইন? আজকের প্রতিবেদনটিতে আপনার বহু অজানা তথ্যের উত্তর পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। এখানে প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে, অন্যান্য গুরুত্বপূর্ণ নথির মত প্যান কার্ডকেও (PAN Card) সময়ে সময়ে আপডেট করতে হয়।

আপনি প্রয়োজনে প্যান কার্ডে (PAN Card Rules) আপনার নাম, উপাধি কিংবা অন্যান্য কোন প্রয়োজনীয় তথ্যের পরিবর্তন করতে পারেন। বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি ঘরে বসে অনলাইনে প্যান কার্ড আপডেট করতে পারবেন। এতে আপনার কোন রকম ঝামেলা পোহাতে হবে না এবং আপডেট না করার জন্য কোন কাজ আটকে থাকবে না।

সরকারি নির্দেশ অনুসারে কোন কারণে যদি আপনার প্যানকার্ড (PAN Card Rules) হারিয়ে যায় কিংবা ভেঙে যায় তাহলে আপনি সহজেই আবেদন করতে পারবেন নতুন প্যান কার্ডের। আবেদন করার কয়েক দিনের মধ্যেই আপনি নতুন প্যান কার্ড হাতে পেয়ে যাবেন। তবে প্যান কার্ড পুরনো হলে তা বাতিল করার প্রয়োজন নেই।

আপনি যদি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে ভারতের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি NSDL বা UTIITSL ওয়েবসাইটগুলিতে গিয়ে সহজে নতুন কিংবা ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নির্দেশাবলী অবশ্যই মেনে চলবেন এবং প্যান কার্ডের জন্য প্রযোজ্য আবেদন ফর্ম (ফর্ম 49A বা ফর্ম 49AA) পূরণ করতে হবে।