What has come into the hands of Railways in the vote on account budget of 2024: ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ঘোষিত হলো ভারতের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল এই বাজেট ঘোষণা করলেন। সামনেই আসছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনের পর নতুন সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত দেশের আর্থিক কাজ সচল রাখার উদ্দেশ্যে এ বছরের এই অন্তর্বতীকালীন বাজেট ঘোষণা করা হলো। অন্তর্বতীকালীন এই বাজেটে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি ভারতীয় রেলকে (Railway Budget 2024) কেন্দ্র করেও বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নতুন সরকার গঠিত হওয়ার আগে পর্যন্ত দেশের অর্থনৈতিক ভবিষ্যত যাতে নির্বিঘ্নে থাকে সেই দিক গুলি মাথায় রেখেই অন্তর্বতীকালীন এই বাজেট প্রকাশ করা হলো। জানা গেছে জুলাই অগাস্ট মাসে পেশ করা হতে পারে এ বছরের পূর্ণাঙ্গ বাজেট। দেখে নেওয়া যাক এই বাজেট ঘোষণার সময় ভারতীয় রেল (Railway Budget 2024) সম্পর্কে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় গুলি তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
১) বাজেট অধিবেশনে বক্তব্য প্রকাশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যাত্রী সুবিধার্থে ভারতীয় মেট্রো এবং নমো ভারত সম্প্রসারিত করা হবে। শুধু তাই নয়, দেশের বড় বড় শহর গুলিতে মেট্রো সম্প্রসারণের কাজ হবে। বিভিন্ন স্থানে এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
২) বন্দে ভারত নির্মলা সীতারামন জানিয়েছেন ভারতে চালু থাকা ৪০০০০ সাধারণ ট্রেনের বগিকে বন্দে ভারতের বগি হিসেবে গড়ে তোলা হবে। এতে দেশের রেল পরিকাঠামোতে বন্দে ভারতের বগি সরবরাহ করতে অনেক বেশি সুবিধা হতে চলেছে।
আরও পড়ুন ? Budget for MP: মন্ত্রীদের পিছনে কোটি কোটি টাকা খরচ কমালো কেন্দ্র, দেখে নিন কত কমানো হলো খরচ
৩) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত PM গতিশক্তি প্রকল্প বর্তমানে ভারতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বাজেট ঘোষণা করাকালীন রেলের প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন PM গতিশক্তি প্রকল্পের নয়া সংযোজন নিয়ে কথা বলেন। তিনি এদিন রেল বাজেট ঘোষণা করতে গিয়ে তিনটি রেল করিডরের ঘোষণাও করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য এ বছর বাজেট পেশ করে নতুন রেকর্ড তৈরি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টানা ৬ টি বাজেট পেশ করার নজির তৈরি হলো তার নামে। ২০১৯ সাল থেকে এখন ও পর্যন্ত ১ টি অন্তর্বতীকালীন ও ৫ টি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন।