Awas Yojana: আবাস যোজনা নিয়ে কি সিদ্ধান্ত নিলো রাজ্য, জানুন বিস্তারিত

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Awas Yojana: রাজ্য ও কেন্দ্রীয় সরকার বরাবর জনগণের সুবিধার্থে নানারকম প্রকল্প চালু করে থাকে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করে নেব আবাস যোজনা প্রকল্প সম্পর্কে। এই রাজ্যে আবাস যোজনা প্রকল্পের জন্য কেন্দ্র টাকা বরাদ্দ করেনি। এই কারণে ডিসেম্বর থেকে রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

রাজ্য সরকার ঘোষণা করেছে যে, আবাস যোজনার প্রকল্পের (Awas Yojana) আওতায় সমতলের পরিবারগুলিকে দেওয়া হবে ১ লক্ষ ২০ হাজার এবং প্রত্যন্ত এলাকার পরিবারগুলিকে দেওয়া হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে যে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে ।

Advertisements

বৈঠকের দিনই প্রকাশ করা হয় গাইডলাইন। তবে এই প্রকল্পের(Awas Yojana) আওতায় কারা পড়বেন আর কারা পড়বেন না সেটা জেনে নিতে পারবেন আজকের প্রতিবেদনে। যেসব ব্যক্তিদের তিন-চার চাকার গাড়ি, তিন-চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা এই প্রকল্পের আওতায় কোনরকম টাকা পাবেন না। মাসিক ১৫ হাজারের বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না।

Advertisements

আরো পড়ুন: গ্যাস বিপ্লবের শুরু, চালু হল দুর্গাপুর থেকে গয়েশপুর পর্যন্ত পাইপলাইন

এছাড়াও এসব ব্যক্তিদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাঁদের ৫ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের (Awas Yojana) আওতায় কোনো রকম টাকা পাবেন না। রাজ্য সরকার খতিয়ে দেখবে যাঁদের নাম আবাস যোজনার তালিকায় আছে তারা আদৌ বাড়ি পাবেন কি না। সেই কারণেই এই এসওপি। যারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন তারা দু দফায় এই টাকা পাবেন। প্রথম দফায় ৬০ হাজার এবং বাকি দ্বিতীয় দফায়।

বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে। পাশাপাশি ২১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। যদি কেউ অভিযোগ করতে চান তাহলে সেখানে জানাতে পারেন। ১৩ ডিসেম্বরের মধ্যে জেলাস্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। ২০ ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।

Advertisements