Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলী সেতুর ভালো নাম জানে না অনেকেই, আপনিও কি আছেন সেই তালিকায়

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Second Hooghly Bridge : তিলোত্তমানগরী কলকাতাতে এমন বহু আকর্ষণীয় জায়গা রয়েছে যা মানুষকে বারবার আকৃষ্ট করে। তেমনি একটি গুরুত্বপূর্ণ জায়গা হল দ্বিতীয় হুগলী সেতু। কলকাতা এবং হাওড়ার মধ্যে এটি হলো একটি সংযোগকারী ব্রিজ। কলকাতা এবং হাওড়ার মানুষেরা খুব সহজেই এই সেতু দিয়ে যাতায়াত করতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সহজ হয়েছে এই সেতুর মাধ্যমেই। এমন বহু মানুষ আছেন যারা কলকাতার শহরের সেতু দেখার জন্য কলকাতায় আসেন। আজকে এই দ্বিতীয় হুগলী সেতু সম্পর্কে মজাদার কিছু বিষয় নিয়ে আলোচনা করে নেব।

Advertisements

দ্বিতীয় হুগলী সেতুতে (Second Hooghly Bridge) বর্তমানে গাড়ির সংখ্যা বেড়েছে অধিক পরিমাণে। এই সেতুটি হল ছয় লেনের এবং এখানে গাড়ির সংখ্যা অসংখ্য। প্রতিনিয়ত অসংখ্য গাড়ি যাতায়াত করে এই সেতুর মাধ্যমেই। এই সেতু সম্পর্কে বহু অজানা তথ্য অনেকেরই জানা নেই। আজকের প্রতিবেদনের সেই সম্পর্কেই আলোচনা করা হবে।

Advertisements

আরো পড়ুন: এবারে পুরুলিয়া ভ্রমণে চাপ বাড়বে পকেটে, বন দফতরের নির্দেশিকায় হতাশ পাহাড়প্রেমীরা

১৯৯২ সালে এই সেতুটি (Second Hooghly Bridge) প্রথম খুলে দেওয়া হয়েছিল। ১৯৭৯ সালে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কত অজানা তথ্য লুকিয়ে রয়েছে এই সেতুকে ঘিরে যা সাধারণ মানুষ জানেনা। অজানা এই ধরনের তথ্য জানতে পারলে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে অবশ্যই। দেরি না করে দ্বিতীয় হুগলী সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisements

আরো পড়ুন: শীতের মরশুম শুরু হতেই ভিড় বাড়তে শুরু করেছে মুর্শিদাবাদে

দ্বিতীয় হুগলী সেতুকে অনেকেই সংক্ষেপে সেকেন্ড ব্রিজ বলে থাকে। কিন্তু এর একটি বাংলা নাম রয়েছে এবং যা সম্পর্কে অনেকেরই সঠিক কোন ধারণা নেই। জানলে অবাক হয়ে যাবেন বহু শিক্ষিত মানুষকে যদি এই প্রশ্ন করা হয় তাহলে সঠিক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় হুগলী সেতুর (Second Hooghly Bridge) বাংলা নাম জানেনা এমন বহু মানুষই আছে। কিন্তু এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন সকলেরই জানা উচিত।

যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাদের এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরী। না জানলে লোকসান তাদেরই হবে। দ্বিতীয় হুগলী সেতুর বাংলা ভালো নাম হলো বিদ্যাসাগর সেতু। যাদের এই সম্পর্কে ধারণা নেই তারা অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন এই প্রতিবেদনটি। নিজেদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর জানা অত্যন্ত জরুরী।

Advertisements