What is the Bengali Meaning of Jamal Kudu Song: সম্প্রতি বলিউডের অ্যানিমাল সিনেমা আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে। সিনেমার প্রত্যেকটি গান মানুষের মন ছুঁয়েছে নিমেষেই। ববি দেওল এই সিনেমায় ভিলেন আবরার হকের চরিত্রে দক্ষ অভিনয় করেছে। তার এন্ট্রি সং এখন শোনা যাচ্ছে সব জায়গাতেই, মোবাইলের রিংটোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার রিলস সবেতেই এই গানের রাজত্ব। শুধু গানটি নয় নাচও সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে সারাদেশে। জনপ্রিয় গান এবং নাচের কারণে নির্মাতারা বাধ্য হয়েছিল ছবির মুক্তির কয়েক দিনের মধ্যে গানটির সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করতে। ছবিটি ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ছবিটির পিছনে যে প্রযোজনা সংস্থা আছে তারা ৬ ডিসেম্বর ইউটিউবে গানটিকে মুক্তি দেয়। ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মে গানটির ভিউ অবাক করবে আপনাকে। কিন্তু গানটির আসল অর্থ সম্পর্কে অনেকেরই সঠিক কোন ধারনা নেই (Jamal Kudu Song Meaning)।
কোথা থেকে উৎপত্তি হয়েছে এই গানটির। আসলে জামাল কুদু হল একটি ইরানি গান। বিখ্যাত গান জামাল জামালু থেকে এটি অনুপ্রাণিত। এই সিনেমার জন্য গানটিকে নতুন ভাবে পরিকল্পনা করা হয়েছিল। জামাল কুদু গানের কথাগুলো এসেছে ইরানের দক্ষিণাঞ্চল থেকে (Jamal Kudu Song Meaning)। ১৯৫০-এর দশকে খারাজেমি গার্লস হাই স্কুলের শিরাজি গায়ক এই গানটি গিয়েছিলেন প্রথমবারের জন্য। এরপর থেকে ইরানের যে কোন বিয়ে বাড়িতে এটি একটি জনপ্রিয় গান। গানটি বিখ্যাত ইরানী কবি বিজান স্মান্দারের লেখা একই নামের একটি কবিতা থেকে গৃহীত হয়েছে।
গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে যারা সংগীত ভালোবাসে তারা এই গান প্রায় সারাক্ষণ শুনছেন। শুধু শোনা নয় এই গানের তালে তালে নাচ বন্ধ করতে পারছেন না এমন অনেকেই। একজন ইউটিউব ব্যবহারকারী মন্তব্য প্রকাশ করেছেন যে, মাত্র কয়েকদিন হলো তিনি ভারতে এসেছেন এবং এই গান শুনে তিনি যেন নাচ বন্ধ করতে পারছে না। এই গানের আসল লিরিক্স (Jamal Kudu Song Meaning) সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার গান নির্বাচন সত্যিই মন ছুঁয়ে গেছে সকলের।
আরও পড়ুন ? Sourav Ganguly Net Worth: খেলার মাঠ থেকে বিনোদন মঞ্চ কাঁপানো সৌরভ দাদা কত টাকার মালিক!
আসুন জেনে নিই “জামাল কুদু” গানের আসল অর্থ কি? গানের কথাগুলোকে সঠিকভাবে অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় ‘ওহ! কালো চোখের সৌন্দর্য, তোমার নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেঙ্গে দিও না। ওহ, তুমি আমাকে ছেড়ে নতুন যাত্রা শুরু করছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। আমার হৃদয়ের সঙ্গে খেলা করো না প্রিয়তম। তুমি আমাকে ছেড়ে ভ্রমণে যাচ্ছ আর আমি মজনুর মত পাগল হয়ে যাচ্ছি।’ গানটির সব থেকে প্রধান লাইন জামাল জামালেক জামালু জামাল কুদুর অর্থ (Jamal Kudu Song Meaning) হলো ওহে আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা।
এই ছবির ভিলেন তথা ববি দেওল কি বলেছেন এই গানটি সম্পর্কে? সিনেমার পরিচালক বলেছিলেন তার এন্ট্রির সময় বাজানো হবে একটি ফরাসী গান। তিনি দেখতে চান ববি নিজের চরিত্র থেকে বেরিয়ে এসে অন্য কিছু করে দর্শকের মুগ্ধ করে দিক। ঠিক এমনটাই করেছেন তিনি। এই সিনেমায় সৌরভ (সচদেব) যিনি ববির ভাইয়ের চরিত্রে ছিলেন ববিকে গানের কিছু স্টেপ শিখিয়ে দিয়েছিলেন।