Unknown Fact: জেনারেল নলেজের জ্ঞান প্রত্যেকটি মানুষের থাকা অত্যন্ত জরুরী। জ্ঞানের ভান্ডার যত সমৃদ্ধ হবে ততই ভালো। যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের কিন্তু জেনারেল নলেজের জ্ঞান থাকা উচিত। কারণ চাকরির পরীক্ষাতে বিভিন্ন ধরনের অজানা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়, আর এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফল হতে পারলেই জীবনে আসবে সফলতা।
প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে জীবনে প্রতিষ্ঠিত হবার, তাই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি ভালো ফলাফল করতে চান বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর (Unknown Fact) জানা একান্ত প্রয়োজনীয়। শুধুমাত্র যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই জিকের প্রশ্ন উত্তর পড়তে হবে তা নয় নিজেদের জ্ঞানের ভান্ডারকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য সকলেরই পড়া উচিত। এছাড়া বিভিন্ন কুইজ কম্পিটিশনে এই জিকের প্রশ্ন খুব কাজে লাগে।
কারেন্ট অ্যাফেয়ার্স হলো এমন একটি বিষয় যা দেশ-বিদেশের বহু অজানা তথ্যকে (Unknown Fact) তুলে ধরে। নিমিষেই জেনে যাওয়া যায় বিভিন্ন দেশের বিভিন্ন অজানা জিনিস। নলেজ বাড়ানোর জন্য এর থেকে ভালো বিকল্প আর কিছু নেই। আজকের এই প্রতিবেদনে এমন একটি অজানা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে যা কিন্তু খুব একটা কঠিন নয়। তবে সঠিক উত্তর হয়তো অনেক শিক্ষিত মানুষও জানে না।
আরও পড়ুন:Tips for Weight Loss: জিম ছাড়াই এই ৫টি রামবান উপায়ে শরীরের মেদ ঝরান তাড়াতাড়ি
বাঙালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো দীঘা। প্রতিবছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সুযোগ পেলেই ভ্রমণপ্রিয় মানুষ পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে দীঘা ঘুরে আসেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে দীঘা সম্পর্কে। তবে জানেন কি দীঘার সমুদ্রের ওপারে কি রয়েছে? প্রশ্নটি শুনে অনেকেরই হয়তো ভাবতে বসতে হবে। ওপারে কি কোন নতুন দেশ আছে নাকি রয়েছে আরও বড় সমুদ্র?
গুগল ম্যাপ দেখলে হয়তো উত্তর সহজেই দেওয়া যাবে, কিন্তু চটজলদি উত্তর দিতে পারবে কজন? দেরি না করে চলুন জেনে নিই সঠিক উত্তরটি। অনেকেই হয়তো উত্তরটি (Unknown Fact) জানলে চমকে উঠবেন। দীঘার সমুদ্রের ওপারে যে দেশ বা মহাদেশ রয়েছে তা বরফে ঘেরা আন্টার্টিকা মহাদেশ। কী অবাক হলেন তো? এবার ঠান্ডা মাথায় শুনুন বিস্তারিত উত্তরটি। আসলে দীঘার সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর গিয়ে মিশেছে ভারত মহাসাগরে। এরপর শুধুই জলরাশি এবং তারপর স্থলভাগ বলতে একমাত্র বরফের দেশ আন্টার্টিকা রয়েছে।