Nirmala Sitharaman: যিনি দেশের অর্থনীতির সর্বেসর্বা, সেই নির্মলা সীতারমনের বিদ্যের দৌড় কতদূর! কত টাকারই বা মালিক তিনি

Antara Nag

Published on:

Advertisements

What is the educational qualification of Nirmala Sitharaman: দোর গোড়ায় এসে পড়ছে লোকসভা নির্বাচন। গোটা দেশে ৭টি দফায় হবে এই নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। রাজনৈতিক নেতা-নেত্রীগন লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে নিজ নিজ দল নিয়ে। আর তার মধ্যেই অর্থ নিয়ে প্রসঙ্গ উঠেছে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বিষয়ে। কারণ কেন্দ্রীয় নির্বাচন মনোনয়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সীতারমন। তারপরেই নরেন্দ্র মোদির ক্যাবিনেটের এক সদস্যর উক্তি ভাড়ার শূন্য নির্মলা সীতারমনের। লড়ার মত অর্থ নেই অর্থমন্ত্রীর। সত্যিই কি তাই? সেই প্রসঙ্গেই প্রকাশ্যে এলো অর্থমন্ত্রীর সম্পত্তিসহ কেরিয়ারের তথ্য।

Advertisements

মাদুরাই শহর হল নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) জন্মস্থান। ১৯৫৯ সালে ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন অর্থমন্ত্রী। মা সাবিত্রী গৃহবধূ ছিলেন। অপরদিকে বাবা নারায়ণ সীতারমন রেলে কর্মরত ছিলেন। অর্থমন্ত্রী সীতারমনের ছোটবেলা, স্কুল জীবন কাটে মাদুরাই শহরে। পরবর্তীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিরুচিরাপল্লী সীতালক্ষ্মী রামস্বামী কলেজ থেকে। তারপরে স্নাতকোত্তর এবং এম.ফিল পাশ করেন দিল্লির জহরুলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে।

Advertisements

সাম্প্রতিক সময়ে তিনি কিচেন ক্যাবিনেটের অন্যতম বিশ্বস্ত সদস্য তথা দেশের অর্থমন্ত্রী হিসেবে পরিচিত। তবে এর আগে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় মহিলা আয়োগের সদস্য হিসেবে মনোনীত ছিলেন। এছাড়াও বাণিজ্য এবং কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী হিসেবেও ভূমিকা পালন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Advertisements

আরও পড়ুন ? Krishna Kalyani Property Details: ৩ বছরে তরতরিয়ে বেড়েছে সম্পত্তি! রইল তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির পুরো হিসেব-নিকেশ

এবার আসি সম্পত্তির বিষয়ে, রিপোর্ট বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকা। পাশাপাশি রয়েছে ২ কোটি রুপো এবং ৩১৫ গ্রাম সোনা। এছাড়াও অর্থমন্ত্রীর নিজের নামে ১৬ লাখ টাকার জমি রয়েছে হায়দ্রাবাদে। অপরদিকে ১ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ২০০ টাকার স্থাবর রয়েছে রাজ্যসভার সংসদের কাছে। ব্যাঙ্কে নগদ রয়েছে ১৭,২০০ টাকা। FD করা রয়েছে ৪৫ লাখ ৪ হাজার ৪৭৯ টাকা। তবে অর্থমন্ত্রী হলেও তিনি কোনো চার চাকা ব্যবহার করেন না। বদলে ব্যবহার করেন ২৮,২০০ টাকার বাজার চেতক স্কুটার।

তবে সম্পত্তির পাশাপাশি দেশের অর্থমন্ত্রীর ৩ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যক্তিগত ঋণ নেওয়া আছে। এছাড়াও নির্মলা সীতারমনের ব্যাঙ্কের কাছে ঋণ রয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮৩৮ টাকা।

Advertisements