TVS Full Form: TVS এর ফুল ফর্ম কি, জানেনা অনেক শিক্ষিত মানুষও

Prosun Kanti Das

Published on:

Advertisements

TVS Full Form: এমন অনেক বিষয় আছে যা সম্পর্কে সঠিক কোন ধারণা মানুষের নেই। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সম্পর্কে সকলেরই অবগত হওয়া প্রয়োজন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে, সঠিক উত্তর যদি না জানা থাকে তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। যারা জীবনে চাকরির পরীক্ষা দিয়ে প্রতিষ্ঠিত হতে চান তারা সাধারণ জ্ঞানের বিভিন্ন মজাদার প্রশ্নের উত্তর অবশ্যই জেনে রাখবেন। আজকের প্রতিবেদনে এমনই একটি সাধারণ কিন্তু বেশ চমকপ্রদ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে।

Advertisements

ভারতীয় মার্কেটে একাধিক টু হুইলার নির্মাণের কোম্পানি রয়েছে। তার মধ্যে জনপ্রিয় হলো টিভিএস। টিভিএস এর বাইক এবং স্কুটারের গ্রাহকসংখ্যা নেহাত কম নয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই টিভিএসের পুরো কথা কি (TVS Full Form)? সাধারণত শর্ট ফর্মটি ব্যবহার করা হয়ে থাকে সব জায়গায়, কিন্তু পুরো নামটি জানার চেষ্টা কখনো কেউ করেনি। আজকে তাই নিয়েই আলোচনা করা হবে।

Advertisements

আরো পড়ুন: মার্কেটে কড়া প্রতিযোগিতা করতে শীঘ্রই নামছে নতুন হোন্ডা ইলেকট্রিক স্কুটার

টিভিএস হল ভারতের তৃতীয় বৃহত্তম টু হুইলার নির্মাণকারী কোম্পানি। টিভিএস কোম্পানির নির্মাতার নাম হল টি. ভি. সুন্দরম আয়েঙ্গার। তিনি এই কোম্পানিটি নির্মাণ করেন ১৯৭৮ সালে। TVS হল তার নামেরই শর্ট ফর্ম। থিরুক্কুরুনগুড়ি ভেঙ্গরাম সুন্দরম হল এর পুরো কথা (TVS Full Form)। টিভিএসের প্রথম যান হলো TVS 50। এটি প্রথম লঞ্চ হয় ১৯৮০ সালে।

Advertisements

আরো পড়ুন: জেনে নিন মারুতি ডিজায়ারের কয়েকটি সুবিধা ও অসুবিধা সম্পর্কে

টিভিএস-এর লোগোতে একটি লাল ঘোড়া দেখতে পাওয়া যায়। কখনো ভেবে দেখেছেন এর অন্তর্নিহিত অর্থ কি? কিংবা এই লাল ঘোড়াটি কিসের প্রতীক? এই ঘোড়াটি হল স্বপ্নপূরণের দৌড়, গতি এবং জীবনে এগিয়ে চলাকে বোঝায়। টিভিএসের বাইক কিংবা স্কুটার জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সাধারণ মানুষের জীবনে গতি নিয়ে আসবে এই কোম্পানির স্কুটার কিংবা বাইক। টিভিএস বর্তমানে শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে আরো ৬০টি দেশে।

ভারতীয় কোম্পানি হিসেবে সত্যিই এটি গর্বের কথা। বর্তমানে জ্বালানিচালিত টু হুইলারের পরিবর্তে বৈদ্যুতিক টু হুইলারের প্রতি মানুষ বেশি আকর্ষিত হচ্ছে। টিভিএস কিন্তু ইলেকট্রনিক ক্ষেত্রেও নিজের কামাল দেখিয়ে দিয়েছে। এর ইলেকট্রনিক্স স্কুটারের নাম হলো “টিভিএস আইকিউব”। টিভিএস (TVS Full Form) এর আলাদা রেসিং টিম আছে এবং সবথেকে দামি গাড়ি হল Apache RR310। যার দাম হল ২.৭৫ লক্ষ টাকা।

Advertisements