MOBILE: M.O.B.I.L.E শব্দের ফুল ফর্ম কী! বলতে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে

Antara Nag

Published on:

Advertisements

What is the full form of the word MOBILE: সাম্প্রতিক সময়ে অবসর সময় কাটানোর এক অন্যতম জিনিস হল মোবাইল ফোন। যেটা ছাড়া দিন চলেনা বাচ্চা থেকে বড় সকলের। পূর্বে শিশুদের বিভিন্ন প্রাণীর ভয় দেখিয়ে, তাদের নাম ধরে ডেকে খাওয়ানো হতো। কিন্তু বর্তমানে প্রত্যেক মায়েরা ফোনে কার্টুন চালিয়ে শিশুদের খাওয়ান। তারাও অভ্যাসের দাস। মোবাইল (MOBILE) না চালালে কান্না করে বাড়ি মাথায় তোলে। সারাদিনে মোবাইল নিয়ে কত কিছু হয়। তবে কখনো কি আপনার সাধারণ জ্ঞান প্রশ্ন করেছে M.O.B.I.L.E শব্দের ফুল ফর্ম কী? যদি জানা থাকে উত্তর মিলিয়ে নিন। আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নিন।

Advertisements

পরীক্ষার এক অন্যতম বিষয় হলো জিকে। তাই আমাদের মধ্যে সাধারণ জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। পরীক্ষায় এমন কিছু কিছু প্রশ্ন আসে যার উত্তর সহজ হলেও আমাদের সাধারণ জ্ঞানের অভাবে সঠিক উত্তর দিতে পারি না। তেমনি একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন হল M.O.B.I.L.E শব্দের পূর্ণরূপ। যা ব্যবহার করতে সহজ হলেও এই গেজেটের নামের ফুল ফর্ম বলতে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে।

Advertisements

আসুন সেই মোবাইল শব্দের পুরো নাম জেনে নেওয়া যাক। M.O.B.I.L.E শব্দের পূর্ণরূপ হল Modified Operation Byte Integration Limited Energy। তাহলে জেনে গেলেন মোবাইল (MOBILE) শব্দের পুরো নাম। এবার আপনিও যে কোনো কাউকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং উত্তরও জানিয়ে দিতে পারেন।

Advertisements

আরও পড়ুন ? Cheapest 5G phone: Jio না Airtel, কে দেবে সস্তায় 5G ফোন! কে দেবে বেশি ফিচার

স্মার্টফোনের যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। সাম্প্রতিক সময়ে স্মার্টফোনে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা বাড়িতে বসে নানা ধরনের অনলাইন কাজকর্ম করতে পারি। বিভিন্ন ফর্ম ফিলাপ থেকে শুরু করে অনলাইন শপিং সহ নানান অনলাইন কাজকর্ম। ফলেই একদিনের জন্য যদি স্মার্টফোন অকেজো হয়ে যায় তাহলে সেই দিন কাটানো খুব মুশকিলের।

শুধু মোবাইল (MOBILE) ফোন নয়, ফোনের পাশাপাশি ইন্টারনেট কারেকশন না থাকলেও সমস্যা হয়ে পড়ে। কারণ আধুনিক যুগে ইন্টারনেট কানেকশন ছাড়া মোবাইল ব্যবহার করা পুতুল খেলার মতো। কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া মোবাইলের কোনো কাজই সম্ভব নয়। শুধু স্মার্টফোন কেনো? কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি গেজেটেও ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ করা যায় না। তবে সাধারণ জ্ঞানে (General Knowledge) এই INTERNET শব্দটিরও পূর্ণরূপ রয়েছে। তা হল Interconnected Network।

Advertisements