CVV: ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের পিছনে থাকা CVV এর আসল অর্থ কী! জানেন না অধিকাংশরাই

What is the real meaning of CVV on the back of credit card, debit card: এই ডিজিটাল যুগে ক্যাশ লেনদেনের পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গেছে। বর্তমানে এমন কোন মানুষ নেই যে কিনা ডেভিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন না। বড় আর্থিক লেনদেন থেকে শুরু করে ছোটখাটো কেনাকাটাতেও মানুষ এই কার্ডগুলোর ব্যবহার করে থাকেন। কার্ড কিংবা ইউপিআই এর মাধ্যমে যদি আপনি আর্থিক লেনদেন করেন তাহলে সারা মাসের হিসাব রাখা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। যেমন কোন খাতে কতটা ব্যয় হচ্ছে আপনি সহজেই তা দেখতে পারবেন। কিন্তু ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের পিছনে কি লেখা থাকে (CVV) কখনো কি ভালোভাবে খেয়াল করে দেখেছেন?

যখনই আপনি ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করবেন অবশ্যই আপনাকে সিভিভি নম্বর দিতে হবে। এর অর্থ কিন্তু অর্ধেক মানুষই জানেন না। আজকের প্রতিবেদনে সেটাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর্থিক লেনদেনে কেন এত গুরুত্বপূর্ণ এই সিভিভি (CVV)? কি কাজে লাগে এটি? এর আসল অর্থই বা কি?

বর্তমানে বেশিরভাগ মানুষ দোকানে গিয়ে জিনিস কেনার থেকে অনলাইনে জিনিস কেনার বেশি পক্ষপাতী। এর ফলে বাড়িতে বসেই নিজের পছন্দসই জিনিস পাওয়া যায়, শুধুমাত্র মোবাইলের ছোট্ট একটি টাচ এর মাধ্যমে। অনলাইন শপিংয়ের সময় ই-কমার্স সংস্থাগুলির পেমেন্ট এই নম্বর দিতে হয়৷ নম্বরটি কার্ডের পিছনে দেওয়া থাকে৷ এখানে তিনটি নাম্বার দেওয়া থাকে যাকে বলা হয় সিভিভি (CVV) নম্বর৷

আরও পড়ুন 👉 HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল! না জানলে পকেট থেকে খসবে টাকা

সিভিভি (CVV) এর আসল অর্থ হল কার্ড ভেরিফিকেশন ভ্যালু৷ এই নম্বর কার্ড নেটওয়ার্কের মাধ্যমে জারি করা হয়৷ এর গুরুত্ব যেমন বিশাল এদিকে সব সময় সাবধানভাবে রাখতে হয়। কারণ হ্যাকাররা খুব সহজেই এই নাম্বারটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা উধাও করে দিতে পারে। ব্যাঙ্ক বেশিরভাগ সময় নোটিফিকেশন পাঠিয়ে এই নম্বর গোপন রাখার পরামর্শ দিয়ে থাকে।

কোনও অচেনা ব্যক্তিকে কখনই এই নম্বর শেয়ার করবেন না তাহলে এক মুহূর্তে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট৷ তাহলে এই নম্বরটি অবশ্যই সাবধানে রাখতে হবে। হ্যাকারদের কাছে এই নম্বরটি এনে দেয় সুবর্ণ সুযোগ। সেইজন্যই সিভিভি (CVV) নাম্বার একজন ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।