Ton in AC: এক টন, দেড় টন! এসিতে এই ‘টন’ কথাটির অর্থ কী! এতে কী বোঝানো হয়!

Prosun Kanti Das

Published on:

What is the meaning of Ton in AC: গরমের প্রচন্ড তাপে টেকা দায় হয়ে পড়েছে সকলেরই। ঘরে, বাইরে কোথাও একটুও আরাম পাওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা আবহাওয়ার খোঁজে সাধারণ মানুষের এসির প্রতি ঝোঁক বেড়েছে। এই বছর গ্রীষ্ম আসতে না আসতেই বেড়েছে এসি বিক্রির পরিমান। যারা এই বছরই নিজেদের বাড়িতে এসি লাগানোর কথা ভেবেছেন তারা বিভিন্ন কোম্পানির মধ্যে তুলনা করে ভালো বিকল্প খুঁজছেন কম খরচে। ভালো এসি (Ton in AC) খুঁজে পেতে চাইছেন সকলেই।

এসি কেনার আগে বাড়িতে ব্যবহারের জন্য কত টনের এসি সবথেকে ভালো, সেই নিয়ে খোঁজ খবর করেন অনেকেই। কিন্তু টন (Ton in AC) শব্দের আসল অর্থ কি তা কিন্তু জানেন না অনেকেই। বেশিরভাগ লোক মনে করেন টন অর্থাৎ ওজন। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। এসির টন আর এসির ওজন দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এসি কেনার আগে, এসির টন বলতে কি বোঝায় তা জেনে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

এসির টন (Ton in AC) বিষয়টি ঠিক কি? সেটা বুঝতে পারলেই, আপনার ঘরের জন্য উপযুক্ত এসি কোনটি তা নির্বাচন করতে পারবেন আপনি। টন হলো মূলত একটি ইউনিট। একটি এসির একটি ঘরকে ঠান্ডা করার ক্ষমতা পরিমাপ করার ইউনিটকেই বলে টন। এসির টন পরিমাপ করা হয় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে। এয়ার কন্ডিশনের ক্ষেত্রে ৫০০০ থেকে ২৪ হাজার বিটিইউ পার আওয়ার নির্ধারণ করা রয়েছে। ১২০০০ বিটিইউ পার আওয়ার বলতে বোঝায় ১ টন। বিটিইউ হল এই পরিমাপের একক।

আরও পড়ুন ? Reliance’s New Business: Jio অতীত! এবার রিলায়েন্সের নতুন কোম্পানি, সস্তায় মিলবে এসি, ফ্রিজ, স্মার্ট টিভি

একটি ঘরের আয়তন ও পরিকাঠমোর উপর নির্ভর করে নির্ধারণ করা হয় সেই ঘরটির জন্য কত টনের (Ton in AC) এসি কার্যকর হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, একটি ঘরের প্রতি বর্গফুটের জন্য প্রয়োজন কুড়ি বিটিইউ পার আওয়ার শক্তি সম্পন্ন যন্ত্র। অর্থাৎ বিটিইউ পার আওয়ার নির্ধারণ করার মান যত বেশি হবে, এসিটির ঘর ঠান্ডা করার ক্ষমতাও তত বেশি হবে।

তবে ভালো মানের এসি কিনতে গেলেই যে, দামি এসি কিনতে হবে তা কিন্তু নয়। আপনাকে আপনার ঘরের জন্য প্রয়োজনীয় এসিটি কিনতে হবে। না হলে ঘরও ঠিকমতো ঠান্ডা হবে না। আবার আপনার টাকাটাও নষ্ট হবে। তাই এসি কেনার সময় নিজের ঘরের আকার, আয়তন ও অন্যান্য বৈশিষ্ট্য গুলির কথা বিবেচনা করা প্রয়োজন। সর্বোপরি নির্দিষ্ট ঘরের পরিকাঠামোকে মাথায় রেখে তবেই উপযুক্ত এসিটি (Ton in AC) নির্বাচন করুন।