What is India’s number in the list of richest countries in the world: পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করেছি নতুন বছরে। কিন্তু ফেলে আসা বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা আজকের প্রতিবেদনে আলোচনা করা যাক। চুলচেরা বিশ্লেষণ করলে “দ্য ইকনোমিস্ট” এর রিপোর্ট অনুসারে ধনী দেশগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে। কোন কোন দেশ আছে এই ধনী দেশগুলোর তালিকার মধ্যে (Richest Countries in World)? আপনারা নিশ্চয়ই জানতে খুবই কৌতুহলী। আমাদের দেশ ভারতের কথা আদৌ কি আছে এই তালিকাতে? জানতে হলে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে।
নিশ্চয়ই সবার প্রশ্ন জাগে কিভাবে বুঝব কোন দেশটি ধনী এবং কোনটি দরিদ্র? এই বিষয় নিয়ে বিভিন্ন উত্তর সামনে আসে যেমন একটি দেশের জনগণের মাথাপিছু আয় যত বেশি হবে সেই দেশ ততই শক্তিশালী হবে। তবে জনসংখ্যা বেশি হলেই যে সেই দেশের আয় বেশি হবে সেটা ভাবার কোন কারণ নেই। এর আসল কারণ লুকিয়ে আছে দেশের জিডিপির মধ্যে। অর্থাৎ জিডিপি অনুসারে দেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু আয় যেমন হবে তার থেকেই বোঝা যাবে সেই দেশ ধনী নাকি দরিদ্র (Richest Countries in World)।
“দ্য ইকনোমিস্ট” ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে অবশ্য জানা গেছে যে গত বছরের সবথেকে শক্তিশালী অর্থনৈতিক দেশ হলো আমেরিকা। এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে কিছু কিছু বিষয়ের উপর যেমন, মার্কিন ডলার অনুযায়ী মাথাপিছু আয়, স্থানীয় মূল্য অনুযায়ী আয় এবং প্রতি ঘণ্টার মজুরি সংক্রান্ত আয়। পাশাপাশি জিডিপি বা মোট দেশজ উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা (Richest Countries in World)। এছাড়াও, মাথা পিছু আয়ের হিসাব করলে আমেরিকা সপ্তম স্থানে আছে এবং অদ্ভুত বিষয় হলো কর্মদিবস ও ছুটির সংখ্যা হিসাব করলে দেশটি নেমে এসেছে ১১তম স্থানে।
তালিকার দ্বিতীয় স্থানে কোন দেশের নাম আছে জানেন কি? সঠিকভাবে বিশ্লেষণ করলে জিডিপি অনুসারে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে চীন (Richest Countries in World)। কিন্তু মাথা পিছু আয় হিসেব করলে দেশটি ৬৫ তম স্থানে রয়েছে এবং প্রতি ঘণ্টা আয়ের নিরিখে বেজিংয়ের স্থান হয়েছে ৯৬। আবার পশ্চিম ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে কিছু উল্টো চিত্র নজরে এসেছে আসুন জেনে নেই এই প্রতিবেদনটির মাধ্যমে।
পশ্চিম ইউরোপের কিছু কিছু দেশের নাম কিন্তু ধনী দেশগুলোর তালিকায় উঠে এসেছে। নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে দেশগুলোর নাম কি কি? বেলজিয়াম, জার্মানি ও সুইডেন কর্ম পরিবেশের দিক থেকে বিবেচনা করলে, ধনী দেশের তালিকায় নিজেদের নামকে অনেক উপরে নিয়ে গেছে। পাশাপাশি স্থানীয় মূল্য বিবেচনা করলে সব থেকে বেশি আয় করেন লুক্সেমবার্গের মানুষজন। প্রতি ঘণ্টায় আবার সর্বোচ্চ আয় হয় সুইডেনে। দ্য ইকোনমিস্টের র্যাঙ্কিংয়ে আবার নানা দেশের মানুষের গড় আয়ের চিত্র সামনে এসেছে।