What is Pooja Dadlani identity in Bollywood industry: বর্তমানে তিনি বলিউডের কিং খানের কাছের মানুষ। প্রায় এক যুগ ধরে তিনি রয়েছেন শাহরুখ খানের সঙ্গে। তার সম্পত্তির পরিমাণ ছাপিয়ে যায় বড় বড় তারকাদেরও। যেখানে শাহরুখ খানের উপস্থিতি সেখানেই আপনি দেখতে পাবেন পূজা দাদলানিকে। যারা শাহরুখ খানের ভক্ত তারা খুব ভালোভাবেই চেনেন পূজাকে (Pooja Dadlani)। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একটি পরিচিত মুখ।
কিং খানের সঙ্গে এখন তিনি গভীরভাবে জড়িয়ে আছেন। আসলে পূজা দাদলানি (Pooja Dadlani) হলো শাহরুখ খানের ম্যানেজার। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খানের কাছেই তিনি যে প্রথম কাজ করেছেন এমনটা নয়। কিং খানের আগে তিনি কাজ করেছেন বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন এর কাছে। ২০১২ সালের আগে তিনি ম্যানেজ করতেন দীপিকা পাড়ুকোনকে। দীপিকার জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ততে তার অবদান রয়েছে। পূজার গুরুত্বপূর্ণ কাজগুলি আসলে কি কি?
পূজার প্রধান কাজ ছিল বিশেষ বিশেষ মিটিং-এ যোগদান করা, প্রতিটা পদে পদে সঙ্গে থেকে সহযোগিতা করা। ২০১২ সালের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। শাহরুখ খানের সঙ্গে চুক্তি হয় তাঁর। শাহরুখ এবং পূজার জুটি বরাবরই হিট থেকেছে। খান পরিবারকে সমস্ত রকম বিপদ থেকে আগলে রাখেন তিনি। সকলের যেকোনো দরকারে তিনি সর্বদাই গিয়ে আসেন। নিজ দায়িত্ব পালনে কখনো তিনি (Pooja Dadlani) পিছপা হননি।
কে এই পূজা (Pooja Dadlani)? তার শিক্ষাগত যোগ্যতাই বা কি? মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করেছেন পূজা। শাহরুখ খানের ঘনিষ্ঠ এই ম্যানেজারের আয় শুনলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না। ম্যানেজার পোস্টের জন্য পূজাকে প্রতি বছর ৭ থেকে ৯ কোটি টাকা মাইনে দেন শাহরুখ। এই পরিসংখ্যান ২০২১ সালের ভিত্তিতে তৈরি করা হয়েছে, বর্তমানে এটি বাড়তেও পারে। ২০১২ সালের পর থেকে তিনি শাহরুখ খানের ম্যানেজার এবং তার মোট সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৪৫ থেকে ৫০ কোটি টাকা। তার উপার্জন করা অর্থ তিনি কিনেছেন নীল রঙের একটি দামি মার্সিডিজ় বেঞ্জ এবং বানিয়েছেন বহু সম্পত্তি।
ম্যানেজার হিসেবে পূজা বিশেষ বিশেষ দিনে পেয়ে যান পুরস্কার। পূজা এবং শাহরুখ খানের সম্পর্ক বরাবরই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চিত। শাহরুখ খানের অসুস্থতা থেকে শুরু করে আরিয়ান খানের মাদক কান্ড যেকোনো ব্যাপারে তিনি সর্বদা খান পরিবারের পাশে থেকেছেন। আপ্রাণ চেষ্টা করেছেন পরিবারের সদস্যদের গায়ে যাতে কোনরকম আঁচড় না লাগে।