Earning of Mukesh Ambani: IPL 2023 থেকে কত টাকা পকেটে পুরলেন মুকেশ ও নীতা আম্বানি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

How Much Did Mukesh Ambani Earn Through Ipl 2023: এবছরের মত মিটেছে আইপিএলের পর্ব। আবার অপেক্ষা আরো এক বছরের। ফাইনালে গুজরাট টাইটানসকে ডার্ক ওয়ার্থ-লুইস-স্টান মেথডে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। এবার ট্রফি তাদের কাছে ৫ নম্বর টাইটেল। এতে তারা ভাগ বসিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বাধিক ৫ বার টাইটেল জেতার রেকর্ডে। তবে তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানির উপার্জনে (Earning of Mukesh Ambani) কোন ফারাক পড়েনি।

Advertisements

তবে ট্রফির সংখ্যাটা ৫ থেকে ৬ বানিয়ে নেওয়ার সুযোগটা মুম্বাই ইন্ডিয়ান্সের সামনেও পুরো মাত্রায় ছিল। কিন্তু কোয়ালিফাইয়ার রাউন্ডে গুজরাটের কাছে হেরে গিয়ে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। তবে ট্রফি ঘরে না এলেও লক্ষ্মীলাভ কিন্তু কম হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স তথা মুকেশ আম্বানি তথা রিলায়েন্সের। বরং বলা চলে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও IPL 2023 থেকে বেশ মোটা টাকা উপার্জন করলেন আম্বানিরা (Earning of Mukesh Ambani)।

Advertisements

মুম্বাই ভিত্তিক আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ১০০% মালিকানা রয়েছে মুকেশ আম্বানির হাতে। ২০০৮ সালের আইপিএল এর প্রথম আসর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল খেলছে। টুর্নামেন্টের অন্যতম সফল দল তারা। পাঁচবার তারা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড তাদের দখলে। শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, জাহির খান, হরভজন সিং থেকে শুরু করে হাল আমলের কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়াদের তারকারা যুক্ত ছিলেন এই দলের সাথে। রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা, জোফ্রা আর্চাররা তো এখনও প্লেয়িং একাদশে হয়েছেন। যার কারণে বরাবরই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া।

Advertisements

শোনা যায়, প্রথম সিজিনে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা পেতে মুকেশ আম্বানির খরচ হয়েছিল প্রায় 916 কোটি টাকা। এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু 10,070 কোটি টাকার বেশি যা গত এক বছরে বেড়েছে 200 কোটি টাকারও বেশি। এর বাইরেও রয়েছে দলের জার্সি বিক্রি, স্টেডিয়ামের টিকিট বিক্রি, মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্রীড়া সরঞ্জাম, মিডিয়া স্পনসরশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত (Earning of Mukesh Ambani) কোটি কোটি টাকা।

তবে এসবের বাইরে গিয়ে চলতি বছরে আম্বানি পরিবারের আয়ের উৎস হিসেবে যুক্ত হয়েছে জিও সিনেমা। এই বছর ডিজনি হটস্টার থেকে আইপিএল এর মোবাইল ভিউয়ার সত্ত্ব কিনে নিয়েছে জিও সিনেমা। সেই জিও সিনেমায় আইপিএল দেখিয়ে মুকেশ আম্বানি উপার্জন (Earning of Mukesh Ambani) করেছে 23,000 কোটি টাকা। প্রথম বছর এই জিও সিনেমার যদি এই রূপ রমরমা সাফল্য দেখা দেয় তবে আগামী বছর গুলিতে রিলায়েন্স তথা মুকেশ আম্বানির উপার্জন কোথায় গিয়ে দাঁড়াবে তা আন্দাজ করারও বাইরে।

Advertisements