ট্রাফিক আইন ভাঙলে কোন কোন ধারায় কত জরিমানা? জেনে নিন

Shyamali Das

Published on:

Advertisements

ব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে রাস্তা চলাচলের ক্ষেত্রে দুই চাকা হোক বা চার চাকা অনেক ক্ষেত্রেই আমরা ট্রাফিক আইন ভঙ্গের মুখে পড়ে থাকি। ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য আমাদের গুনতে হয় জরিমানা। কিন্তু জরিমানা দেওয়ার সময় আমরা ভেবে দেখি না কোন ধারার জন্য কত টাকা জরিমানা করা হলো। অথবা কোন ট্রাফিক আইন ভাঙ্গার জন্য আপনাকে দেওয়া হল কোন ধারা। চলুন দেখে নেওয়া যাক ট্রাফিক আইন লঙ্ঘন করলে আপনি যে যে ধারায় অভিযুক্ত হচ্ছেন তার জন্য আপনাকে কত টাকা জরিমানা গুনতে হতে পারে।

Advertisements
  • ধারা ১৩৭ – হলো সাধারণ জরিমানা – জরিমানার পরিমান ২০০ টাকা
  • ধারা ১৩৯ – হাইড্রোলিক হর্ন ব্যবহার – জরিমানার পরিমান ১০০ টাকা।
  • ধারা ১৪০ – পুলিশের আদেশ অমান্য করা – জরিমানার পরিমান ৫০০ টাকা (এই ধারা বিশেষ জরিমানার আওতাভুক্ত)
  • ধারা ১৪০ – লাল সিগন্যাল অমান্য করা – জরিমানার পরিমান ৫০০ টাকা। (এই ধারা বিশেষ জরিমানার আওতাভুক্ত)
  • ধারা ১৪২ – ঝুঁকিপূর্ণ চালনা ও সর্বোচ্চ গতিসীমা লংঘন করলে – জরিমানার পরিমান ৩০০ টাকা
  • ধারা ১৪৬ – দুর্ঘটনাজনিত জরিমানা – জরিমানার পরিমান ৫০০ টাকা
  • ধারা ১৪৯ – নিরাপত্তা ছাড়া বাইক চালালে – জরিমানার পরিমান ৩০০ টাকা (যেমন, হেলমেট না থাকা, ব্যাক লাইট, ইন্ডিকেটর, লুকিং গ্লাস, ব্রেক লাইট ইত্যাদি না থাকলে, দুই জনের বেশি। সহযাত্রী থাকলে এবং সহযাত্রী হেলমেট না থাকলে)
  • ধারা ১৫০ – কালো ধোঁয়া অথবা পরিবেশ দূষণ করে
    এমন ধােয়া সৃষ্টি করলে – জরিমানার পরিমান ২০০ টাকা
  • ধারা ১৫১ – অসংলগ্ন ভাবে কার মডিফাই করলে –
    জরিমানার পরিমান ১২৫০ টাকা
  • ধারা ১৫২- রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেসবিহীন বাইক চালালে – জরিমানার পরিমান ৭০০ টাকা
  • ধারা ১৫৪ – কার বা গাড়িতে নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি মাল বহন করলে – জরিমানার পরিমান ৫০০ টাকা
  • ধারা ১৫৫ – ইন্সুরেন্স ছাড়া রাস্তায় বের হলে বা ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ হলে – জরিমানার পরিমান ৫০০ টাকা
  • ধারা ১৫৬ – মোটরযান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া
    মোটরযান নিয়ে বের হলে – জরিমানার পরিমান ৫০০ টাকা
  • ধারা ১৫৭ – রাস্তা আটকিয়ে রাখলে বা রাস্তা আটকিয়ে মোটরযান ঠিক করে – জরিমানার পরিমান ২৫০ টাকা
  • ধারা – ১৫৮ – গাড়ির স্পিড গভর্নর সীল না থাকলে –
    জরিমানার পরিমান ২৫০ টাকা
  • ধারা – ০০০ – রাস্তার লেন অমান্য করলে – জরিমানার পরিমান ৫০০ টাকা।

এই ধারাগুলি এবং এই ধারায় পড়লে কত পরিমান জরিমানা হতে পারে তা জেনে রাখা খুবই প্রয়োজন। এগুলি জানা থাকলে আপনি প্রতারণার শিকার হবেন না।

Advertisements
Advertisements