White Car: কালো-লাল কত রঙ থাকতে সাদা গাড়িই কেন বেশি বিক্রি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Why do Indians prefer white cars: এদেশের রাস্তা দিয়ে হাঁটলে আপনি দেখবেন অধিকাংশ গাড়ির রঙ সাদা। কেনো এত রঙ থাকতে সাদা রঙের গাড়ি (White Car) কেনে সবাই? দীর্ঘ বছর ধরে সাদা বা হালকা রঙের গাড়িই কিনে আসছেন বেশিরভাগ ভারতীয় গ্রাহকরা। এক পরিসংখ্যান অনুযায়ী, ভারতে যেসব গাড়ি বিক্রি হয় তার ২টি গাড়ির মধ্যে ১টির রঙ হয় সাদা বা সিলভার বা গ্রে শেড।

Advertisements

ভারতীয়রা কিন্তু ঝলমলে রঙের বদলে একটু হালকা রঙই বেশি পছন্দ করে। বিভিন্ন রঙের মধ্যে সাদা রঙটিই সবচেয়ে বেশি নজরকাড়ে ক্রেতাদের। যদিও এর পিছনে রয়েছে একটি যথাযথ বৈজ্ঞানিক কারণ। বিশেষ করে গরমে কালো বা অন্য কোনো ডার্ক রঙের গাড়ি প্রচন্ড পরিমাণে তাপ শোষণ করে সেই তুলনায় সাদা রঙের গাড়ি অনেক ঠান্ডা থাকে।

Advertisements

জানেন কি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে ৬১ শতাংশ মানুষ সাদা রঙই পছন্দ করে। তবে অডি ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, বর্তমানে সাদা রঙের পাশাপাশি লাল, গ্রে ও সিলভার রঙের গাড়ি কিনতে আগ্রহী হচ্ছে বেশি মানুষ। এছাড়াও, সাদা রঙের গাড়ি সেকেন্ড হ্যান্ড বাজারে খুব তাড়াতাড়ি বিক্রি করা যায়। এসব গাড়ির রক্ষনাবেক্ষন খরচও অনেক কম হয়। যদি গাড়ির রঙ বেশি ঝলমলে ও প্রিমিয়াম হয় ততই বাড়ে বাজারমূল্য। ঠিক সেই কারণেই সাদা রঙে গাড়ি (White Car) বেশি পছন্দ করেন ক্রেতারা।

Advertisements

বৈচিত্রময় এই দেশে প্রতিটি মানুষের স্বাদ কিন্তু আলাদা। তবে ঠিক সেরকমই দৃশ্য দেখা যায় উত্তর ভারতে। জানেন কি সেখানকার গ্রাহকরা সাদা, লাল ও মেরুন রঙের গাড়ি কিনতে পছন্দ করে। জনপ্রিয় বিপণন তথ্য পরিষেবা সংস্থা জেডি পাওয়ারের একটি সমীক্ষা অনুযায়ী, উত্তর ভারতে ৬৬ শতাংশ সাদা গাড়ি (White Car) বিক্রি হয়। এখানকার মানুষেরা এই রঙ এতটাই ভালোবাসে যে ওখানকার রাস্তায় যে দিকেই তাকাবেন দেখবেন শুধু সাদা রঙের গাড়ি।

দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে সাদা রঙের গাড়ির (White Car) সংখ্যা একটু কম। এখানে যেসব গাড়ি বিক্রি হয়, সেই গাড়িগুলির মধ্যে ৩৪ শতাংশ গাড়িতে সাদা পেইন্ট করা থাকে। এখানে লাল ও মেরুন রঙের গাড়ি বিক্রি হয় ১৩ শতাংশ। তবে সবথেকে আশ্চর্য এর বিষয় হল, উত্তর ও দক্ষিণ ভারতের তুলনায় পূর্ব ভারতে সাদা রঙের গাড়ির সংখ্যা অনেক কম মাত্র ১৪ শতাংশ। একাধিক সমীক্ষা অনুসারে বলা যায়, ভারতে সাদা রঙের গাড়ির আধিপত্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ মহিলারা সাদা রঙের থেকে উজ্জ্বল রঙের দিকে বেশি ঝোঁকে। তারা আজকাল একটু প্রিমিয়াম ও ঝলমলে রঙে গাড়ি ব্যবহার করতে পছন্দ করে। তাছাড়া গাড়ির বাজারে মহিলা ক্রেতার সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে। আপনার জানা উচিত গত ৫ বছরে এই সংখ্যা ৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ১২ শতাংশে।

Advertisements