Rupee Value In Afghanistan: ভারতীয় টাকার মূল্য আফগানিস্তানে কত, জানলে শিউরে উঠবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rupee Value In Afghanistan: প্রথমে আফগানিস্তানের মুদ্রা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আফগান আফগানি (AFN) হলো আফগানিস্তানের সরকারী মুদ্রা। এটি ১০০ টি পালসে বিভক্ত, যদিও এগুলোর প্রচলন নেই। মুদ্রাটি দা আফগানিস্তান ব্যাংক দ্বারা পরিচালিত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আফগানির মূল্য ওঠানামা করে। আফগানিস্তানে ভ্রমণ বা ব্যবসা পরিচালনা করার আগে বর্তমান বিনিময় হার পরীক্ষা করা অপরিহার্য। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব ভারতীয় টাকার মূল্য আফগানিস্তানে কত?

Advertisements

অনেকেরই সঠিক ধারণা নেই যে, ভারতের এক লক্ষ টাকা আফগানিস্তানে কত (Rupee Value In Afghanistan) হতে পারে। আশা করি সকলেই জানে যে আফগানিস্তানের টাকাকে আফগান আফগানি বলা হয়ে থাকে। ভারতীয় মুদ্রাকে বলা হয় আইএনআর৷ ভারতীয় টাকার মূল্য কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এটি কিভাবে বোঝা যায় যে কোন দেশে টাকার মূল্য কি রকম হবে? সেই দেশের টাকার দামের ওপরে নির্ভর করছে সবকিছু। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জ্ঞানের ভান্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করে।

Advertisements

আরো পড়ুন: ২৬/১১ মুম্বাই হামলার স্মৃতি কষ্ট দেয় মানুষকে, টানা তিনদিন তাজের সামনে দাঁড়িয়েছিলেন রতন টাটা

যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরী। আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নয়, তাই সেইদিক থেকে বিচার করলে বোঝা যায় যে ভারতীয় টাকার মূল্য আফগানিস্তানে কত হতে (Rupee Value In Afghanistan) পারে। ডলার প্রতি টাকা পয়সার দাম ভারতের থেকে অনেকটাই ব্যাকফুটে সেটি আর বলার অপেক্ষা রাখেনা৷ যদি অন্যান্য মুসলিম দেশগুলোকে পর্যালোচনা করা হয় তাহলে সেখানে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো। তার থেকে আফগানিস্তানে টাকা পয়সার মূল্য অনেক বেশি ৷

Advertisements

আরো পড়ুন: র‍্যাঙ্ক যত বেশি, বেতনও তত বেশি, জানুন পাকিস্তানি আর্মিদের বেতনের পরিমাণ

Xe কারেন্সি কনফার্টার অনুযায়ী ভারতের এক টাকা আফগানিস্তানে 0.80 AFN ৷ আফগানিস্তানের এক AFN এর মূল্য ভারতে ১.২৩ টাকা ৷ তাই হিসাব করলে বলা যায় যে, ভারতের ১ লক্ষ টাকার মূল্য আফগানিস্তানে ৮০,৮৭১ AFN হবে (Rupee Value In Afghanistan)৷ আশা করি এখন কিছুটা হলেও ধারণা হয়েছে ভারতীয় টাকার মূল্য আফগানিস্তানে কত হতে পারে।

বিশ্ব ব্যাঙ্ক এর পর্যালোচনা অনুযায়ী, আফগানিস্তানের ভবিষ্যৎ অত্যন্ত শোচনীয়। বিশেষ করে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমস্যায় পড়তে পারে। আর্থিক বিকাশ দর, মুদ্রাস্ফীতি, বৈশিক অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক সম্পর্ক, ব্যবসা ও বিনিময় দরই এর জন্য দায়ী এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements