Rekha Jhunjhunwala Income: এই মহিলার সাপ্তাহিক আয় শুনলে ভিমরি খাবেন, কে এই রেখা ঝুনঝুনওয়ালা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rekha Jhunjhunwala Income: প্রতিবেদনের শুরুতেই আমাদের জেনে নিতে হবে আইপিও কি? যখন একটি প্রাইভেট কোম্পানি সর্বপ্রথম একটি পাবলিক কোম্পানি হওয়ার জন্য জনগণের কাছে তার শেয়ার বিক্রি করে, সেই প্রক্রিয়াকে বলে আইপিও। এই প্রক্রিয়ার দ্বারা কোম্পানিকে অর্থ সংগ্রহ করা, প্রসারিত করা এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে সাহায্য করা এইসব কাজ সম্পন্ন হয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তখনই তাদের আইপিও লঞ্চ করে যখন তারা মনে করে মানুষ সেই কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী। যদি এই শেয়ার কিনে মুনাফা অর্জন করা সম্ভব হয় তাহলেই মানুষ এই কোম্পানির শেয়ার কিনতে যায়।

Advertisements

রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala Income) হলো প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী, যিনি সম্প্রতি আইপিও-র মাধ্যমে বাজার স্টাইল রিটেলে নিজের অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ১০৬ কোটি টাকা আয় করেছেন। বাজার স্টাইল রিটেলের আইপিও সাবস্ক্রিপশন উন্মুক্ত করা হবে সাধারণ মানুষের জন্য। আগস্ট মাসের ৩০ তারিখ এটি লঞ্চ করা হয়েছে। কোম্পানিটির আইপিও ৩ সেপ্টেম্বর বন্ধ হবে। রেখা ঝুনঝুনওয়ালার বাজার স্টাইল রিটেইল লিমিটেড তার ৮৩৫ কোটি টাকার আইপিওর জন্য শেয়ার প্রতি ৩৭০-৩৮৯ টাকা মূল্য নির্ধারণ করেছে।

Advertisements

রেখা ঝুনঝুনওয়ালা ( Rekha Jhunjhunwala Income) আসলে ৬,৪৪৬,২৪০টি শেয়ারের মালিক। তিনি বর্তমানে পরিকল্পনা করেছেন আইপিওর মাধ্যমে ২,৭২৩,১২০টি শেয়ার বিক্রি করবেন৷ রেখা যদি তার শেয়ার সর্বোচ্চ ৩৮৯ টাকায় বিক্রি করেন, তাহলে ১০৫.৯২ কোটি টাকা উপার্জন করতে পারেন। এছাড়াও তিনি ইনটেনসিভ সফ্টশেয়ার, ২,২৪০,৬৮০টি শেয়ার বিক্রি করবেন এমনটাই পরিকল্পনা করেছেন।

Advertisements

আরো পড়ুন: বিশ্বের সবথেকে কম দামি মুদ্রা, এদেশের ১০০ টাকা ভাঙ্গালে মাথায় করে বয়ে আনতে হবে

আশা করা যাচ্ছে যে এর থেকে আয় হতে পারে প্রায় ৮৭.১৬ কোটি টাকা। এছাড়াও সূত্র মারফত জানা গেছে যে, রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala Income) সাথে সাথে মধু সুরানা, সবিতা আগরওয়াল, সুব্রতো ট্রেডিং অ্যান্ড ফাইন্যান্স, রেখা কেদিয়া, এবং প্রোমোটার গ্রুপ থেকে শকুন্তলা দেবী আইপিওর মাধ্যমে নিবন্ধ কোম্পানিতে তাঁদের অংশীদারিত্ব বিক্রি করবেন।

বাজার স্টাইল রিটেইলে আইপিও এর মূল্য হবে গ্রে মার্কেটে ১৪১ টাকা। এছাড়াও, কোম্পানির ৩৮৯ টাকার প্রাইস ব্যান্ডের বিপরীতে এই শেয়ারটি ৫৩০ টাকায় তালিকাভুক্ত হতে পারে। যারা এই শেয়ারে বিনিয়োগ করবেন তারা প্রথম দিনেই লাভ করবেন ৩৬ শতাংশ। বাজার স্টাইল রিটেইল আইপিও থেকে সংগ্রহ করা অর্থ কোম্পানির কিছু ঋণ পরিশোধ করতে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। অ্যাক্সিস ক্যাপিটাল, ইনটেনসিভ ফিসকাল সার্ভিসেস এবং জেএম ফাইন্যান্সিয়াল লিড ম্যানেজার হিসেবে পাবলিক অফার তত্ত্বাবধান করছে। তবে আগামী ৩ সেপ্টেম্বর আইপিও বন্ধ হওয়ার কথা রয়েছে।

Advertisements