What is the white part of the eye called in General Knowledge: নতুন কিছু জানার কোনও বয়স হয়না এবং এমন বহু জিনিস এই পৃথিবীতে আছে যা আপনি জেনেই শেষ করতে পারবেন না। আমাদের চারপাশে প্রত্যেকদিন এমন বহু আশ্চর্য জিনিস ঘটছে যা আমাদের জানার বাইরে। তবে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে সকলেরই ধারণা থাকা উচিত। বহু আশ্চর্য জিনিস আছে যা জানলে সত্যি অবাক হতে হয়। এমনও যে হতে পারে ভাবা যায় না। আজকের প্রতিবেদনে এমনই একটি প্রশ্ন করা হয়েছে যার উত্তর হয়তো অনেকেরই অজানা।
চাকরির প্রতিযোগিতা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতে আজকাল এমসিকিউ প্রশ্ন আসে। তাই সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকাটা অত্যন্ত জরুরী। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তে হবে। কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। মাথা ঠান্ডা করে উত্তর না লিখতে পারার জন্য এবং ঠিকমতো না পড়ার জন্য সেই উত্তর ছেড়ে আসতে হয়। এতে যে কোন প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়বো।
আজকের প্রশ্নটি চেনা মনে হলেও অনেকের কাছেই তা কিন্তু অজানা। চট করে উত্তরটি বলে ফেলা খুবই কঠিন। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন চোখের কালো অংশকে মণি বলে, জানেন চোখের সাদা অংশকে কী বলে? এর নাম শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। এটি সাধারণ জ্ঞানের (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চোখ সম্পর্কে এমন বহু প্রশ্ন আছে যা আমাদের কাছে একেবারেই অজানা। যেমন আরও একটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসি। প্রশ্নটি হল আমরা চোখ বন্ধ করলে কি রং দেখতে পাই জানেন কি? উত্তর কিন্তু কোনভাবেই কালো হবে না। সঠিক উত্তর জানার জন্য আপনাকে অবশ্যই সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্নগুলো বারবার অধ্যয়ন করতে হবে।
সঠিক উত্তরটি হল চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই বা অনুভব করতে পারি সেটির নাম হল আইগেনগ্রাও বা Eigengrau, #16161D। এটি একটি ইউনিক রং এবং এটি কোনোভাবেই কালো নয়। তাই নিজের জ্ঞানের ভান্ডার বাড়াতে এবং যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে অবশ্য সাধারণ জ্ঞানের প্রশ্ন পড়া উচিত।