Car Loan: পুজোয় গাড়ি কিনবেন বলে ভাবছেন, কার লোন পেতে কেমন স্যালারির দরকার জানেন কি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Car Loan: সামনেই আসন্ন দুর্গাপুজো, নতুন জামাকাপড়ের পাশাপাশি যদি নতুন গাড়ি কেনা যায় তাহলেও মন্দ হয় না। গাড়ি কেনার শখ বহু মানুষেরই থাকে কিন্তু টাকার কথা চিন্তা করলে পিছিয়ে আসে অনেকেই। যারা মোটা অংকের বেতন পান তাদের কথা আলাদা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে তাদের শখপূরণ করবে? ধরুন যেসব মানুষের বেতন কম তারা কি কখনো তাদের গাড়ি কেনার স্বপ্নপূরণ করতে পারবেনা? এই ধরনের মানুষের জন্য একমাত্র ভরসা হলো কার লোন। তবে কিভাবে পাওয়া যায় কার লোন আসুন জেনে নিই আজকের প্রতিবেদনে।

Advertisements

যারা অল্প বেতন পান সেই সব মানুষেরাও কার লোন (Car Loan) পেতে পারেন। কার লোন নিতে গেলে লাখ টাকা বেতন পেতে হবে এর কোন মানে নেই। বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি বেতন ১৮ হাজার টাকা হয় তাহলেও যে কেউ কার লোন নিতে পারে। সুদের হার সর্বনিম্ন ৯ শতাংশ। তবে গোটাটাই ব্যাঙ্কের উপর নির্ভর করে।

Advertisements

কার লোনের (Car Loan) জন্য আবেদন করতে গেলে নির্দিষ্ট বয়সসীমার প্রয়োজন আছে কিনা আসুন জেনে নিই। যদি আপনি কার লোনের জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। লোনের পরিমাণ নির্ভর করবে গাড়ির দাম ও বেতনের উপর। কার লোন নেওয়ার জন্য কমপক্ষে ২ বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে। কোন ফৌজদারি মামলায় নাম থাকলে চলবে না।

Advertisements

আরো পড়ুন: অ্যামাজনের বেজোসকে পিছনে ফেলে তালিকার দ্বিতীয় নম্বরে পৌঁছে গেছেন এই বৃদ্ধ, জানুন আসল পরিচয়

যাদের বেতন কম তাদের কোন গাড়ি কেনা উচিত আসুন জেনে নিই। যদি আপনার মাসিক বেতন ৩০ হাজার টাকা হয় তাহলে এমন গাড়ি পছন্দ করতে হবে যাতে লোনের মেয়াদ কমে সঙ্গে বেশি ইএমআই দিতে না হয়। তাহলে গাড়ির মূল্য হতে হবে ৪ লক্ষ টাকা থেকে ৫.৫ লক্ষ টাকা দামের মধ্যেই। এই কম রেঞ্জের গাড়িতে ডাউন পেমেন্ট বেশি লাগে না। ইএমআই-ও কম পড়ে। Maruti Suzuki Alto, Maruti S-Presso, Maruti Celerio-এর মতো গাড়ি এই দামের মধ্যে পাওয়া যাচ্ছে।

পাশাপাশি Maruti Alto K10 STD-ও গাড়ির (Car Loan) তালিকায় একটি ভালো উদাহরণ। যার এক্স শোরুম দাম ৩,৯৯,০০০ টাকা। অন রোড দাম পড়বে ৪,৫৫,২৫৪ টাকা। গ্রাহক যদি এক লাখ টাকা ডাউন পেমেন্ট করে তাহলে ৩,৫৫,২৫৪ টাকার লোন নিতে হবে। এই লোন পেয়ে যাবে ৭ বছর মেয়াদে ৯ শতাংশ হারে। এই গাড়িটি নিলে প্রতি মাসে ৫,৭১৬ টাকা ইএমআই দিতে হবে।

Advertisements