Most common Language: বাংলা ভাষা নিয়ে গর্ব করার দিন, বিশ্বে সবচেয়ে প্রচলিত ১০ ভাষার তালিকায় এত নম্বরে ঢুকল বাংলা

Prosun Kanti Das

Published on:

Advertisements

What number is Bengali in the list of 10 most common languages in the world: সমগ্র পৃথিবীতে মোট প্রচলিত ভাষার সংখ্যা ৭ হাজারেরও বেশি। তবে এর মধ্যে বেশিরভাগ ভাষাই নির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা এলাকার মানুষজনের মধ্যে সীমাবদ্ধ। জাতীয় স্তরে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয় কিছু সংখ্যক ভাষাকে। বিশ্বের মোট জনসংখ্যার ৮৮% মানুষ মূলত ১০ টি ভাষা ব্যবহার করে থাকেন জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য। ভাষাবিজ্ঞানীরা এই ১০ টি ভাষার একটি তালিকা (Most common Language) তৈরি করেছেন। সেই তালিকায় নাম রয়েছে একাধিক ভারতীয় ভাষার। এই ঘটনা ভারতীয়দের জন্য সত্যিই গর্বের।

Advertisements

সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের বেশিরভাগ মানুষ এই ১০ টি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন, মূলত যোগাযোগ স্থাপনের প্রয়োজনে। তালিকার (Most common Language) শীর্ষে স্থান পেয়েছে ইংরেজি ভাষা। বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন মানুষ যোগাযোগ স্থাপনের জন্য দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে ইংরেজি ভাষাকে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ। এই ভাষা ব্যবহার করে থাকে বিশ্বের প্রায় ১.১ বিলিয়ন মানুষ। তালিকায় নাম রয়েছে হিন্দি ও বাংলা ভাষারও। বিশ্বের প্রায় ৬০৯.১ মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন এবং বাংলায় কথা বলেন ২৭২.৮ মিলিয়ন মানুষ। এছাড়া স্প্যানিশ, উর্দু, আরবি, পর্তুগিজ, ফরাসি ও রাশিয়ান ভাষার নাম রয়েছে এই তালিকায় (Most common Language)।

Advertisements

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা (Most common Language) ইংরেজি। বেশিরভাগ দেশই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে থাকে ইংরাজিকে। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় এই ভাষাকে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইংরেজি ভাষা। এরপরেই সবচেয়ে ব্যবহৃত দ্বিতীয় কথ্য ভাষার মর্যাদা পেয়েছে ম্যান্ডারিন চাইনিজ। ভাষাটি তাইওয়ানের মানুষদের দেশীয় ভাষা হলেও বর্তমানে বিশ্বের দরবারে এই ভাষার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।

Advertisements

আরও পড়ুন ? Local Pamban Setu: নৌকা এলে উঠে যায়, গাড়ি এলেই নামে! রামেশ্বরম নয়, বাংলার বুকেই রয়েছে লোকাল পামবান সেতু!

এই সমীক্ষা ভারতবাসীর মুখ গর্বে উজ্জ্বল করে দিয়েছে। একই সাথে বিশ্বের জনপ্রিয় ১০ টি ভাষার মধ্যে স্থান করে নিয়েছে দুটি ভারতীয় ভাষা। ভারতের সরকারি ও সংবিধান স্বীকৃত ভাষা গুলির মধ্যে অন্যতম দেবনগরী হরফে লিখিত হিন্দি ভাষা। বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভাষা গুলির মধ্যে প্রথম ১০ এ জায়গা করে নিল হিন্দি ভাষা। বিশ্বের প্রায় ৭ কোটি ১০ লক্ষেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন। হিন্দি ভাষা বর্তমানে সংস্কৃতি স্থাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। হিন্দি ভাষার পাশাপাশি বিশ্বের জনপ্রিয় ভাষাগুলির তালিকায় প্রথম ১০ নাম উঠেছে বাংলা ভাষারও। বাংলাদেশের সরকারি ভাষা ও পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। বিশ্বের প্রায় ২৮ কোটিরও বেশি মানুষ এই ভাষা ব্যবহার করেন। সাহিত্য, সংগীত, শিল্প সব ক্ষেত্রেই ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি ও বাংলা ভাষার অবদানও অনস্বীকার্য।

ইংরেজি ভাষা ছাড়াও জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে আরো কয়েকটি ভাষাকে ব্যবহার করা হয়। জাতিসংঘের অফিসিয়াল ক্ষেত্রে ব্যবহৃত অন্যতম ভাষাটি হল স্প্যানিশ। স্প্যানিশ মূলত সুরেলা ও রোমান্টিক বৈশিষ্ট্যের জন্যই বিখ্যাত। সমগ্র বিশ্বের শিক্ষার্থীদের কাছে এই ভাষা অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও জাতিসংঘে ব্যবহৃত আরো একটি ভাষা হল ফরাসি ভাষা। ফরাসি ভাষার বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছে মূলত সাহিত্য, শিল্প ও সিনেমা জগতে তার অবদানের কারণে। এই তালিকার (Most common Language) অন্তর্গত অন্যতম বাংলা ভাষা জনপ্রিয়তা পেয়েছে তার মিষ্টত্বের কারণে। বাংলা ভাষার প্রকৃত ব্যবহার অত্যন্ত শ্রুতি মধুর। জনপ্রিয়তার নিরিখে পরিচিতি পেয়েছে উর্দু ও আরবি ভাষাও।

Advertisements