Advertisements

বাপ্পি লাহিড়ীর বিপুল পরিমাণ সোনার কি হলো ব্যবস্থা, জানালেন বাপ্পা লাহিড়ী

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সঙ্গীত জগতে যেমন বাপ্পি লাহিড়ী আলাদা এক সুর ছন্দ এনে দিয়েছিলেন, ঠিক তেমনই তার অন্যতম আকর্ষণ হলো তার স্বর্ণ সম্ভার। তার বিপুল পরিমাণ স্বর্ণ সম্ভার নিয়ে বহু মানুষের মধ্যেই কৌতূহল এখনো বজায় রয়েছে। কি হলো, কোথায় গেল এই বিপুল পরিমাণ স্বর্ণ সম্ভার?

Advertisements

গত মাসের ১৫ তারিখ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি আকস্মিকভাবে বাপ্পি লাহিড়ী স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এমন মর্মান্তিক খবরে ভরে যায় সংবাদ শিরোনাম। শোকে পাথর হয়ে ওঠে গোটা সঙ্গীত মহল।

Advertisements

এই প্রসঙ্গে মুখ খুলেছেন তার ছেলে বাপ্পা লাহিড়ী। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী জানিয়েছেন, তারা এই বিপুল পরিমাণ স্বর্ণ সম্ভার কোন সংগ্রহশালায় রাখার চিন্তাভাবনা করছেন। এমনটা বাপ্পি লাহিড়ী মারা যাওয়ার পরেই তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল

Advertisements

তার কথা অনুযায়ী, “ওই সব গয়না বাবার কাছে শুধুমাত্র ফ্যাশন স্টেটমেন্ট ছিল না। ছিল লাকি। ওগুলো না পরে বাবা কখনও বাড়ি থেকেও বেরতেন না। এমনকি সকাল পাঁচটার ফ্লাইট থাকলেও বাবা সব পরেই বের হতেন। গয়না ছিল বাবার কাছে মন্দিরের অনুরূপ। ছিল বাবার শক্তি। আধ্যাত্মিক যোগাযোগ ছিল বাবার ওই গয়নাগুলির সঙ্গে। তাই পরিবার থেকে ভাবা হচ্ছে কোনও মিউজিয়ামেই সংরক্ষণ করা হবে সেগুলিকে।”

বাপ্পি লাহিড়ীকে শেষ বার দেখা যায় একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে। যেখানে তিনি ছিলেন বিশেষ বিচারকের ভূমিকায়। কয়েক মাস আগেই এই মঞ্চে নাতিকে নিয়ে তিনি মঞ্চ কাঁপিয়ে ছিলেন। কিন্তু তারই মধ্যে হঠাৎ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। এছাড়াও তার শরীরে ছিল আরও নানান সমস্যা।

Advertisements