করোনা ঠেকাতে বাজার করে আসার পর কি কি করনীয়, পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও কোভিড পরিস্থিতি নিয়ে পড়ে যা জেনেছিলেন তা সাধারণ মানুষকে জানিয়েছিলেন। এপ্রিল মাসের শুরুতেই তিনি বলেছিলেন, “২৪ মার্চ থেকে ৪৯ দিন হচ্ছে ১৯ মে পর্যন্ত। এই সময়টা ভাল করে সাবধানে কাটিয়ে দিতে পারলে অনেকটা বিপদ কেটে যাবে।”

Advertisements

Advertisements

এরকম মন্তব্যের পিছনে কারণ হিসেবে তিনি সেবার বলেছিলেন, “আমি বিশেষজ্ঞদের মতামত পড়ে এটা বলেছি। এর কোনও প্রমাণ বা সত্যতা আমার জানা নেই। আমি এক্সপার্ট নই।” আরেকবার তিনি বলেছিলেন, করোনা ভাইরাস দূর করতে জানলা-দরজা খোলা রেখে হাওয়া চলাচল করতে দেওয়ার গুরুত্বের কথা। করোনা সংক্রমিত রোগীর চিকিৎসক ডাক্তার ও নার্সদের পরামর্শ দিয়েছিলেন, সংক্রমণ এড়াতে ইষদুষ্ণ জলে লেবু মিশিয়ে খাওয়ার জন্য। এবার আবারও তিনি জনগণের উদ্দেশ্যে একটি সুপরামর্শ দিলেন। এই পরামর্শ বাজারমুখী জনতার জন্য। এই পরামর্শ আমাদের সকলের জন্য।

Advertisements

বাজার থেকে শাক সবজি কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করে নিচ্ছেন? তাদেরকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বেশিরভাগ মানুষই বাজার থেকে কোন সবজি আনাজ পত্র কিনে সঙ্গে সঙ্গে সেগুলি ব্যাগ থেকে বার করে নিয়ে রান্না করতে বসে যায়। মুখ্যমন্ত্রী আজকে বললেন যে বাজার থেকে এসেই জিনিসপত্র সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করা উচিত নয়। তবে তিনি এটাও বলেছেন যে এই বিষয়টি তিনি নিজে জেনেছেন কাগজপত্র পড়ে।

মুখ্যমন্ত্রী বললেন, বাজার থেকে মাছ মাংস, শাকসবজি আনার পর সেটি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করে নেবেন না। আনাজপত্র শুদ্ধ ব্যাগটি বাইরে খোলা জায়গায় ৬ ঘণ্টা রেখে দিন। এর ফলে করোনা ভাইরাসের প্রকোপ অনেকখানি কমে যাবে। বাজার থেকে আনা জিনিসপত্রগুলির মধ্যে যদি করোনাভাইরাস থেকে থাকে তাহলে সেটিকে খোলা জায়গায় রাখার ফলে জীবাণু মরে যাবে।এরপর সেই সকল আনাজপত্রগুলিকে উষ্ণ গরম জলে ধুয়ে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

আজ একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে সাধারণ মানুষ ভুল বুঝবেন না। এটা এক্সপার্টদের থেকে শোনা নয়। আমি কাগজপত্র পড়ে জেনেছি। অনেকেই বাজার থেকে ফিরে এসে ব্যাগ খুলে আনাজ বের করে রান্না শুরু করছেন। তা না করে, অর্থাৎ আনাজ সঙ্গে সঙ্গে বের না করে ব্যাগটা খোলা জায়গায় রেখে দিন অন্তত ৬ ঘণ্টা। তার পরে মাছ বা আনাজ বার করে ভাল করে ধুয়ে নিন। কারণ তাতে যদি জীবাণু থাকেও, তা ৬ ঘণ্টায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার পরে আপনি সেখান থেকে জিনিস বার করে উষ্ণ গরম জলে ধুয়ে নিন। এগুলো নিজেকে করতে হবে। নইলে শুধু লকডাউন দিয়ে কিছুই হবে না।”

এরপর আসতে আসতে খুলে যাবে সকল দোকানপাট। দোকানপাট খুলে গেলে হুড়মুড় করে দোকানে ভিড় করবেন না। এতে আখেরে নিজেদেরই ক্ষতি। তাই বাজারমুখী জনতাকে সতর্ক করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “দোকান খুললেও সেখানে গিয়ে ভিড় করবেন না। কারও শ্বাস-প্রশ্বাস বা স্পর্শ থেকে দূরে থাকলে আপনি নিজে ও আপনার পরিবারই বাঁচবে। মা-বোনদের বলব, আপনারা সব কাজ করছেন, সাবধানে করুন। হাত ধুয়ে নিন বারবার।”

Advertisements