Lemon and Chilli: বর্তমান সময়ে সবকিছুতেই চলছে আধুনিকীকরণ। মানুষ থেকে শুরু করে রাস্তাঘাট, বাড়ি, বিল্ডিং, বিভিন্ন কর্মক্ষেত্র সবকিছুই আধুনিক হয়ে উঠছে। তবে আধুনিক দুনিয়ায় এমনও অনেকে রয়েছেন যারা আধুনিকভাবে জীবন যাপন করলেও মনে মনে নানান শাস্ত্রীয় বিষয়কে বিশ্বাস করেন। যেমন কোন দিকে বাড়ি করা উচিত, বাড়ির কোন দিকে ঠাকুর ঘর করা উচিত এই সমস্ত বিষয়গুলিকে মানেন। তেমনি একটি বিষয় হলো লেবু-লঙ্কা। যা ডিঙোলে হতে পারে ভয়ঙ্কর বিপদ।
কম-বেশি সকলেই যে যার পরিবার বা ব্যবসায়িক জায়গায় শান্তি, উন্নতির আশা করেন। এর জন্য অনেকেই লেবু-লঙ্কা (Lemon and Chilli) ঠাকুরের কাছে ভালো করে পুজো করিয়ে গৃহের দরজায় বা ব্যবসায়িক জায়গায় অথবা কেউ কেউ গাড়িতে ঝুলিয়েয়ে রাখেন। আর যখনই এই লেবু-লঙ্কা শুকিয়ে যায় তখন তারা তা রাস্তায় বা যেকোনো জায়গায় ফেলে দেয়। যা চলতি পথে দেখতে না পেয়ে অনেকেই পা দিয়ে মাড়িয়ে বা ডিঙিয়ে চলে যান। যা অত্যন্ত অশুভ। কি হয় লেবু-লঙ্কা স্পর্শ করলে?
প্রসঙ্গত, রাস্তাঘাটে চলাফেরার সময় নানা ধরনের জিনিস পড়ে থাকতে দেখা যায়। তবে জ্যোতিষশাস্ত্র মতে, বেশ কিছু জিনিস আছে যেগুলো কখনোই স্পর্শ করা উচিত নয়। আর তেমনি একটি জিনিস হলো লেবু-লঙ্কা। মূলত কু-দৃষ্টি বা অশুভ শক্তি দূর করার জন্যই অনেকে লেবু-লঙ্কা পুজো করে উন্নতি, শান্তির জায়গায় লাগিয়ে রাখেন।
আরও পড়ুন: কবে দেবেন অঞ্জলী? ২রা নাকি ৩রা ফেব্রুয়ারী? সরস্বতী পূজা ঠিক কবে?
কিন্তু পরবর্তীতে তা শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলে দেওয়া হয়। যা পা দেওয়া ঠিক নয় বলে মনে করে জ্যোতিষ শাস্ত্র। শাস্ত্র মতে, এই শুকনো লেবু-লঙ্কায় নেগেটিভ এনার্জি বিরাজ করে। তাই কোনো ব্যক্তি যদি ভুল করে এই শুকনো লেবু-লঙ্কা ডিঙিয়ে ফেলেন বা পা দিয়ে স্পর্শ করেন তাহলে সেই ব্যক্তির জীবনে নেমে আসে দুর্ভোগ। সঙ্গী হয় অশুভ শক্তি।
তাই জ্যোতিষ শাস্ত্র বলছে, রাস্তাঘাটে চলাফেরার সময় সজাগ হয়ে চলাফেরা করুন। রাস্তায় পড়ে থাকা শুকনো লেবু-লঙ্কা (Lemon and Chilli) দেখলে না ডিঙিয়ে এড়িয়ে চলে যান। তাহলে কোনো অশুভ শক্তির মুখে পড়তে হবে না। এটি থেকে কোনো সমস্যা তৈরি হবে না। রাস্তাঘাটে বিড়াল রাস্তা কাটলে যেমন অনেকে রাস্তা পারাপার করে না, তেমন লেবু-লঙ্কা দেখলেও তা স্পর্শ করবেন না। তা না হলে জীবনে অন্ধকার নেমে আসবে।