Aadhaar Deactivation Notice: বাতিল আধার কার্ড, বাড়ি আসছে চিঠি! জানুন এবার কি করবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন করে এক আতঙ্ক তৈরি হয়েছে, আর সেই আতঙ্ক হলো আধার বাতিল (Aadhaar Deactivation)। গত কয়েকদিন ধরেই বাড়ি বাড়ি এমন চিঠি (Aadhaar Deactivation Notice) আসতে শুরু করেছে। এই চিঠি আসার পর থেকেই আতঙ্ক বাড়তে শুরু করেছে। এমনকি লোকসভা ভোটের আগে এমন আধার আধার (Aadhaar Card) বাতিলের চিঠির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

Advertisements

ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কেননা প্রত্যেকেই জানেন আধার কার্ড না থাকলে সরকারি বিভিন্ন ভর্তুকি যেমন পাওয়া যায় না, ঠিক সেই রকমই স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষা সবকিছুতেই আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হয়ে দাঁড়িয়েছে। তবে এই ধরনের চিঠি এলে আতঙ্কিত না হয়ে যারা চিঠি পাচ্ছেন তাদের করণীয় কিছু কাজ অবিলম্বে সেরে ফেলতে হবে।

Advertisements

আধার বাতিল করার বিষয়ে যে চিঠি আসতে শুরু করেছে সেই চিঠি দেওয়া হচ্ছে আধারের 28A রেগুলেশন অনুযায়ী। এই আইন অনুযায়ী তখনই আধার বাতিল করা হয় যখন কোন গ্রাহককে বিদেশি বলে সন্দেহ করা হয় অথবা যখন কারো ঠিকানার প্রমাণপত্র সন্তোষজনক হয় না। এর আগেও UIDAI বারবার যাতে আধার বাতিল না হয় তার জন্য আধার আপডেট করার কথা জানিয়েছিল।

Advertisements

আরও পড়ুন ? আপনার বাড়ির কাছাকাছি আধার কার্ড সংশোধন কোথায় হচ্ছে জেনে নিন অনলাইনে

তবে যারা এমনটা করতে পারেননি এবং যাদের বাড়িতে আধার বাতিলের চিঠি এসেছে তাদের চিন্তিত না হয়ে অবিলম্বে আধার সংক্রান্ত টোল ফ্রি নম্বর 1947 এ কল করতে হবে। সেখানে কল করে আরও যাবতীয় তথ্য পাবেন উপভোক্তারা। এর পাশাপাশি ওই সকল উপভোক্তাদের অবিলম্বে নিকটবর্তী আধার সংশোধন অথবা আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার আপডেটের কাজ করাতে হবে। এই সকল কাজ করানো হলেই পুনরায় আধার সক্রিয় হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।

এছাড়াও যে সকল গ্রাহকদের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে তারা বাড়িতে বসেও আধার আপডেট করতে পারবেন। তবে যে সকল উপভোক্তাদের ২৮ এ ধারা অনুযায়ী আধার বাতিল করার বিষয়ে জানানো হয়েছে তাদের অবিলম্বে ঠিকানার আপডেট করাতে হবে। ঠিকানার আপডেট করালে সেই তথ্য ইউআইডিআই-এর কাছে যাবে এবং তারা গ্রাহকের তথ্য যাচাই করে আধার সক্রিয় করে দেবে।

Advertisements