Gold Price: ৪৪ টাকায় ১০ গ্রাম সোনা, তবে ৫ বছরে বেড়ে হয় দ্বিগুণ, এখন হাফ লাখের বেশি

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ সোনার দাম (Gold Price) ভারতের মতো বাজারে কখনো হু হু করে বাড়তে দেখা গিয়েছে, আবার কখনো হু হু করে কমতেও দেখা গিয়েছে। জুলাই মাসেই ভারতে ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার টাকা ছাড়িয়েছিল, আবার বাজেট ঘোষণা হওয়ার পর সেই দাম হু হু করে কমতেও দেখা যায়। তবে জানলে অবাক হবেন, ভারতেই একসময় ১০ গ্রাম সোনা পাওয়া যেত মাত্র ৪৪ টাকায়।

Advertisements

সোনার প্রতি অধিকাংশ মানুষেরই আকর্ষণ চরমে থাকার কারণে ৪৪ টাকা ভরি সোনা শুনেই কৌতুহল কয়েক গুণ বাড়বে এটাই স্বাভাবিক। তবে ১০ গ্রাম সোনা ৪৪ টাকায় তা হয়তো ইদানিংকালে নয় তা অধিকাংশরাই বুঝতে পারছেন। আবার উল্লেখযোগ্য বিষয় হলো, ৪৪ টাকায় ১০ গ্রাম সোনা মাত্র পাঁচ বছরেই দ্বিগুণ হয়ে যায়। মাত্র পাঁচ বছরেই দাম বেড়ে হয় ৮৮ টাকার বেশি।

Advertisements

৪৪ টাকায় ১০ গ্রাম সোনা পাওয়ার বিষয়টি মোটেই গল্প নয়। ভারতেই ৪৪ টাকায় ১০ গ্রাম সোনা পাওয়া যেত ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরপর ভারত যখন স্বাধীন হয় অর্থাৎ ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয় ৮৮.৬২ টাকা। অর্থাৎ মাত্র পাঁচ বছরের মধ্যেই সোনার দাম দ্বিগুণ হয়েছিল। আবার পরবর্তীতে সোনার দাম অনেক কমে গিয়েছিল। ১৯৬৪ সালে ১০ গ্রাম সোনা পাওয়া যেত মাত্র ৬৩.২৫ টাকায়। ২০২১ সালে ১০ গ্রাম সোনা কিনতে খরচ করতে হতো ৪৭ হাজার টাকা। আর এখন এই সোনার দাম নিয়ে নতুন করে বলার কিছু নেই।

Advertisements

আরও পড়ুন : Lakshmir Bhandar: নতুন করে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকতে পারে এত টাকা

বর্তমানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০ হাজার টাকা উপরে থাকলেও আবার বছর কয়েক পিছনে তাকালে দেখা যাবে দাম এতটা ছিল না। দুই দশক আগেও ভারতে ১০ গ্রাম সোনা পাওয়া যেত মাত্র কয়েক হাজার টাকায়। সেই অংকটা ছিল ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যেই। কিন্তু এই কয়েক বছরের মধ্যে এখন সোনা কয়েক গুণ মূল্যবান হয়ে দাঁড়িয়েছে।

তবে শুধু সোনা নয়, একইভাবে কয়েকগুণ দাম বেড়েছে রুপোরও। স্বাধীনতা লাভের সময় ভারতের এক কেজি রুপো পাওয়া যেত মাত্র ১০৭ টাকায়। বর্তমানে সেই রুপোর দাম এখন দাঁড়িয়েছে ৮৪ হাজার টাকা। অর্থাৎ এখন এক কেজি রুপো কিনতে গেলে খরচ করতে হবে ৮৪ হাজার টাকা।

Advertisements