নিজস্ব প্রতিবেদন : আগাম ঘোষণা অনুযায়ী জুন মাসের শেষ দিন থেকেই মার্জ হয়ে গিয়েছে HDFC Bank এবং HDFC Ltd। এই দুই সংস্থার মার্জ হয়ে যাওয়া সংস্থার পক্ষে খুব বড় খবর। কেননা এমন সংযুক্তিকরণের পর এইচডিএফসি ব্যাঙ্ক এখন বিশ্বের চতুর্থ সবচেয়ে বেশি মূল্যবান ব্যাংকে পরিণত হয়েছে। ৩০ জুন এই সংযুক্তিকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড মিটিংয়ে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর এইচডিএফসি লিমিটেডের শেয়ার ডিলিস্ট করার শেষ দিন ধার্য করা হয়েছে ১৩ জুলাই।
এমন সংযুক্তিকরণের পর বিভিন্ন ক্ষেত্রে এসেছেন নানান পরিবর্তন। প্রথম পরিবর্তন হিসাবে এইচডিএফসি লিমিটেডের চেয়ারম্যান দীপক পারেখ পদত্যাগ করেছেন এবং উত্তরসূরি হিসাবে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছেন শশী জগদীশন। এমন সংযুক্তি করনের পর এইচডিএফসি ব্যাংকের মূল্যায়ন অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেটি এই মুহূর্তে জেপি মরগ্যান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না, ব্যাঙ্ক অফ আমেরিকা ক্রপ-এর পরই জায়গা করে নিয়েছে।
এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেড সংযুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থার সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের চতুর্থ মূল্যবান ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এতে সংস্থার লাভ তা মানতেই হয়। কিন্তু প্রশ্ন হল এমন পদক্ষেপের ফলে এই দুই সংস্থার গ্রাহকরা কতটা প্রভাবিত হবেন এবং তাদের এটি নিয়ে কতটা চিন্তার কারণ? একইভাবে দুই সংস্থার কর্মীদের ক্ষেত্রেও তা কতটা চিন্তার?
এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড সংযুক্ত হওয়ার পর তা যেমন বিশ্বের চতুর্থ মূল্যবান ব্যাংক হিসাবে জায়গা করে নিয়েছে ঠিক সেইরকমই ভারতের দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসাবে এটি প্রতিষ্ঠিত হলো। এখন এইচডিএফসি ব্যাঙ্কের উপরে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূল্য হল ১৭.৩ লাখ কোটি টাকা আর এইচডিএফসি ব্যাংকের সম্মিলিত মূলধন দাঁড়িয়েছে ১৪.৭ লক্ষ টাকায়।
এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেড সংযুক্ত হয়ে যাওয়ার পর কর্মীদের ক্ষেত্রে আশঙ্কার মত কোন প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। দুই সংস্থারই কোন কর্মীর বেতন কমানো হবে না বা অন্য কোন ক্ষেত্রে কোপ দেওয়া হবে না। বর্তমানে এই দুই সংস্থা মিলে কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ২২২।
অন্যদিকে দুই সংস্থা মিলে কর্মী সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ২২২ দাঁড়ানোর পাশাপাশি গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি। এই বিপুলসংখ্যক গ্রাহকদের ক্ষেত্রেও অসুবিধার কোন কারণ হবে না এই সংযুক্তিকরণ বলে দাবি করা হয়েছে। শুধুমাত্র যারা এইচডিএফসি লিমিটেডের গ্রাহক ছিলেন অর্থাৎ ওই সংস্থা থেকে হোম লোন বা অন্য কিছু নিয়ে থাকলে তারা এখন থেকে এইচডিএফসি ব্যাংকের গ্রাহক হয়ে যাবেন। এছাড়া অন্য কোন সুবিধার ক্ষেত্রে কোন রকম পরিবর্তন আসবে না।