Kolkata Yellow Taxi: হলুদ ট্যাক্সি উধাও হলে কেমন দেখাবে তিলোত্তমা নগরীকে, জানুন বড়সড় আপডেট সম্পর্কে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Yellow Taxi: কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল হলুদ ট্যাক্সি। হলুদ ট্যাক্সি দেখে কলকাতা শহরকে একনজরে চিনে যায় সকলে। বলা যেতে পারে এটি হল কলকাতার পরিচয়। কিন্তু হঠাৎ যদি রাস্তা থেকে উধাও হয়ে যায় এই হলুদ রঙের ট্যাক্সি তাহলে কেমন লাগবে কলকাতা শহরকে? বর্তমানে কলকাতার রাস্তায় প্রায় ৭০০০ হলুদ ট্যাক্সি দৌড়চ্ছে। তবে বড়সড় বদল আসবে কল্লোলিনী কলকাতার ‘নস্টালজিয়া’ হলুদ ট্যাক্সির ভবিষ্যতে।

Advertisements

জানলে সকলেরই খারাপ লাগবে যে, চলতি বছরে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ৪৫০০-র মত হলুদ ট্যাক্সি (Kolkata Yellow Taxi)। এর পেছনের আসল কারণ কি? অনেকেই হয়তো এই হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে যাওয়ার আসল কারণ জানেন না। অনলাইন ক্যাব বুকিং আসার পর থেকেই ধীরেধীরে রাস্তায় কম চলতে শুরু করেছিল হলুদ ট্যাক্সি। যুগের সঙ্গে তাল মিলিয়ে গাড়ির মার্কেটে আসছে নিত্যনতুন গাড়ি, তাই হারিয়ে যাচ্ছে কলকাতার প্রাণ অর্থাৎ হলুদ ট্যাক্সি।

Advertisements

আরো পড়ুন: কম খরচায় ঘুরে আসুন ‘মিনি সুন্দরবন’ থেকে, শীতের ছুটি কাটানোর আদর্শ জায়গা

আসতে চলেছে নতুন নিয়ম এবং সেই কারণে এবার থেকে একেবারেই কমে যাবে হলুদ ট্যাক্সির এর সংখ্যা। যারা কলকাতা শহরকে (Kolkata Yellow Taxi) ভালোবাসেন তাদের জন্য এটি সত্যিই দুঃসংবাদ। কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হলুদ ট্যাক্সির নাম। সিটি ট্রান্সপোর্টের নতুন নিয়ম অনুযায়ী ১৫ বছরের ঊর্ধ্বে সমস্ত হলুদ ট্যাক্সি আর রাস্তায় চলতে পারবে না।

Advertisements

আরো পড়ুন: স্টেশন ছাড়াই বছরে মাত্র আট দিন দাঁড়ায় ট্রেন, শুনে নিন এখানকার আশ্চর্য কাহিনী

কলকাতা গেলেই যারা ভিক্টোরিয়া, ট্রাম এবং হাওড়া ব্রিজ দেখতে যান তারা অবশ্যই কলকাতার হলুদ ট্যাক্সি (Kolkata Yellow Taxi) দেখেন। এটি হলো কলকাতার অন্যতম আইকন। বর্তমানে অ্যাম্বাসেডর তৈরি করা বন্ধ করেছে হিন্দমোটর। এদিকে রাস্তায় নতুন মারুতির গাড়ি নেমেছে ট্যাক্সি হিসেবে। সেই গাড়িগুলোর রং হলো নীল-সাদা। এই আবহে ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে ‘হলুদ নস্টালজিয়া’ মুছে যাবে বলে মনে করা হচ্ছে।

এবার ২০০৮ সালে কলকাতা হাইকোর্ট নিয়ম করেছিল যে ১৫ বছরের অধিক ট্যাক্সি রাস্তায় চলবে না। সেই কারণেই কমে যাচ্ছে এই ট্যাক্সির চাহিদা। ৪৫০০-র মত হলুদ ট্যাক্সি উধাও হয়ে যাচ্ছে শহর থেকে। চিন্তায় রয়েছে বহু ট্যাক্সি চালক, কারণ ট্যাক্সির ভবিষ্য এখন অন্ধকারে।

Advertisements