Monsoon West Bengal: রেমাল যেতেই প্যাচপ্যাচে গরম, কবে বাংলায় আসবে বর্ষা? জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, সব জায়গাতেই যেমন শীত, ঠিক সেই রকমই পাল্লা দিয়ে গরম করতে দেখা গিয়েছে। চলতি বছর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে অন্যান্য জেলাতেও গরমের ছোঁয়া পৌঁছে যায়। আর দক্ষিণবঙ্গের কথা বলার মত নয়। এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে দফায় দফায় গরম শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এসবের মধ্যেই এবার বর্ষা (Monsoon West Bengal) নিয়ে মিলল নতুন আপডেট।

Advertisements

দক্ষিণবঙ্গের তীব্র গরমের মাঝেই গত রবিবার পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় যেতেই দক্ষিণবঙ্গ জুড়ে এখন শুরু হয়েছে প্যাচপ্যাচে গরম। আবার ঠিক বর্ষা আসার আগেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কারণে অনেকের মধ্যেই প্রশ্ন, তাহলে কি পিছিয়ে যাচ্ছে বর্ষার আগমন?

Advertisements

ভারতের মূল ভূখণ্ডে না হলেও কিন্তু বর্ষা ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, চলতি বছর কিছুটা হলেও আগে বর্ষার আগমন হয়ে যাবে। ঘূর্ণিঝড় রেমাল অবশ্য বর্ষার এই আগমনের ক্ষেত্রে খুব একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। কেননা হাওয়া অফিসের তরফ থেকে খুব তাড়াতাড়ি ভারতের মূল ভূখণ্ডে বর্ষার আগমন হয়ে যাবে বলেই জানাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? RBI Penalty: Paytm অতীত! এবার RBI-এর কোপে দুটি জনপ্রিয় ব্যাঙ্ক, দিতে হবে কোটি কোটি টাকা

৩১ মে কেরলে বর্ষার আগমন হয়ে যাবে এমনটা এর আগে হওয়া অফিসের তরফ থেকে জানানো হলেও এখন সেই ১ জুনই কেরলে বর্ষা ঢুকতে পারে বলে জানানো হয়েছে। দিন চার পাঁচেকের মধ্যেই কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ১ জুনের মধ্যেই কেরলে বর্ষা ঢুকে যাবে।

কেরলে ১ জুন বর্ষা ঢুকলে পশ্চিমবঙ্গে তার আগমন কবে ঘটবে? ইতিমধ্যেই যে সকল জায়গায় বর্ষার আগমন হয়েছে সেগুলি হল দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মালদ্বীপ, কমোরিন দ্বীপ। বর্ষা শুরু হওয়ার মুখে লাক্ষাদ্বীপ, কেরল, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকা এবং উত্তর-পূর্বের কিছু রাজ্য। তবে পশ্চিমবঙ্গে কবে বর্ষার আগমন ঘটবে সেই বিষয়ে এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। এক্ষেত্রে অন্যান্য বছর ১১ জুন নাগাদ পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হয়, এই বছরও সেই দিনটিকে ধরেই চলা হচ্ছে।

Advertisements