নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম এবং অনন্য অ্যাপ হিসাবে জায়গা করে নিয়েছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের কোটি কোটি গ্রাহক এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। এই অ্যাপের এত জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো এর বিভিন্ন ফিচার এবং ব্যবহারকারীদের কাছে তা সহজলভ্য।
নিজেদের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও সংস্থার তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন আপডেট এবং ফিচার আনা হচ্ছে যাতে অ্যাপটিকে আরও জনপ্রিয় করে তোলা যায়। জনপ্রিয়তা করে তোলার জন্য আগে থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে একটি চিন্তাভাবনা ছিল সংস্থার। অবশেষে সেই চিন্তা-ভাবনাকে বাস্তবায়িত করার জন্য নয়া ফিচার চালু করে দিল।
বৃহস্পতিবার নতুন কমিউনিটি ফিচার নিয়ে হাজির হলো সংস্থা। গত কয়েক মাস ধরেই এই ফিচার নিয়ে সংস্থার তরফ থেকে গবেষণা চালানো হচ্ছিল। নতুন এই ফিচারের ফলে যে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলিকে আরও ভালোভাবে সাজিয়ে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মেসেজিং অভিজ্ঞতা ভালো করতেই এমন ফিচার আনা হয়েছে।
নতুন এই কমিউনিটি ফিচারে অংশগ্রহণকারীরা গ্রুপ চ্যাটে পোল তৈরি করে সদস্যদের মতামত নিতে পারবেন। এর পাশাপাশি একসঙ্গে একবার ট্যাপ করে ৩২ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। মার্ক জুকারবার্গ জানিয়েছেন এই ফিচার লঞ্চ করার জন্য প্রায় এক বছর ধরে তার সংস্থার তরফ থেকে কাজ চালানো হচ্ছিল। আরও কি কি সুবিধা রয়েছে তা সম্পর্কে জেনে নেওয়া যাক।
Welcome to Communities ?
Now admins can bring related groups together in one place to keep conversations organized.
Organized. Private. Connected ? pic.twitter.com/u7ZSmrs7Ys
— WhatsApp (@WhatsApp) November 3, 2022
নতুন এই ফিচারে থাকবে সাব গ্রুপ, একাধিক থ্রেড, অ্যানাউন্সমেন্ট চ্যানেল সহ আরও অনেক ফিচার। গ্রুপগুলিকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে প্রতিটি মেসেজ। এখনো পর্যন্ত যারা এই নতুন আপডেট পাননি তারা আগামী কয়েকদিনের মধ্যে সেই আপডেট পেয়ে যাবেন।