WhatsApp -এর নতুন ফিচার, বাছাই করা ব্যক্তিরা দেখতে পাবেন না আপনার তথ্য

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। আর এই সকল নতুন নতুন ফিচারের দৌলতে স্বাভাবিকভাবেই তাদের জনপ্রিয়তা টেক্কা দিচ্ছে বিশ্বের অন্যান্য মেসেজিং অ্যাপগুলিকে।

নতুন এই ফিচার আনার ধারাবাহিকতায় WhatsApp এবার আরও একটি এমন ফিচার নিয়ে এসেছে যাতে করে ব্যবহারকারী ইচ্ছে করলে যে সকল ব্যক্তিদের বেছে নেবেন তারা তার প্রোফাইল পিকচার, লাস্ট সিন, স্ট্যাটাসের মত বিষয়গুলি দেখতেই পাবেন না।

এই ব্যবস্থা চালু করার জন্য WhatsApp তাদের প্রাইভেসি সেটিংসে Everyone, My Contacts, Nobody অপশনের পাশাপাশি যুক্ত করতে চলেছে ‘My contacts except’। প্রাইভেসি সেটিংসে ব্যবহারকারীরা ‘Everyone’ বেছে নিলে তাদের প্রোফাইল পিকচার, লাস্ট সিন এবং স্ট্যাটাস সবাই দেখতে পান। ‘My Contacts’ বেছে নিলে কেবলমাত্র ব্যবহারকারীর ফোনে সেভ থাকা নম্বরের ব্যক্তিরাই এগুলি দেখতে পান। অন্যদিকে ‘Nobody’ অপশনটি বেছে নিলে কেউই তা দেখতে পান।

‘My contacts except’ নামের যে অপশনটি আসছে তাতে ব্যবহারকারীরা কোন ব্যক্তিকে বেছে নিলে ওই ব্যক্তি কেবল ব্যবহারকারীর প্রোফাইল পিকচার, লাস্ট সিন এবং স্ট্যাটাস দেখতে পাবেন না। বাকি অন্যান্য আগের মতই অর্থাৎ স্বাভাবিকভাবেই এগুলি দেখতে পাবেন।

WhatsApp-এর এই নতুন ফিচার নিয়ে Wabetainfo-এর তরফ থেকে একাধিক তথ্য দেওয়া হয়েছে। তবে এই ফিচার কবে ব্যবহারকারীরা তাদের অ্যাপে পাবেন তা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এর পাশাপাশি কিভাবে এই ফিচার ব্যবহার করা হবে তাও কিছু জানানো হয়নি Wabetainfo-এর তরফ থেকে।

তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ যে সকল নতুন নতুন ফিচার নিয়ে এসেছে সেই সকল প্রতিটি ফিচারই ব্যবহারকারীদের মন জয় করেছে। এমত অবস্থায় নতুন এই ফিচার যেদিনই আসুক না কেন তা ব্যবহারকারীদের মন জয় করবে বলেই মনে করা হচ্ছে।