WhatsApp-এ ভয়েস ম্যাসেজ পাঠান, আপনার জন্য আসছে নতুন ফিচার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সমস্ত ম্যাসেজিং অ্যাপ রয়েছে সেই সকল ম্যাসেজিং অ্যাপের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় WhatsApp, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। তবে সম্প্রতি এই সংস্থার প্রাইভেসি পলিসি নিয়ে ব্যবহারকারীরা কিছুটা ক্ষুব্ধ হন। সেই ক্ষুব্ধতাবশত অনেকেই WhatsApp ত্যাগ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আর এর পাল্টা সংস্থা ও প্রতিনিয়ত নিত্য নতুন ফিচার এনে গ্রাহকদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি জানা যাচ্ছে এই সংস্থা ভয়েস মেসেজের ক্ষেত্রে একটি ফিচার আনতে চলেছে।

Advertisements

বর্তমান ব্যস্ততার যুগে অনেকে WhatsApp ব্যবহারকারী টাইপ করে সময় নষ্ট করার পরিবর্তে ভয়েস মেসেজ করে বার্তা পাঠিয়ে দেন। তবে এই বার্তা পাঠানোর আগে তা শুনে নেওয়া অথবা সংশোধন করার মত কোন অপশন ছিল না। এবার সেই বিপুল চাহিদা সম্পন্ন অপশন বা ফিচার যুক্ত হতে চলেছে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপে।

Advertisements

সম্প্রতি WhatsApp ভয়েস ম্যাসেজ পাঠানোর আগে প্রেরক তার নিজের এই ভয়েস বার্তা শুনে নিতে পারবেন। ভয়েস মেসেজ শুনে নেওয়ার পর তাতে কোন ভুল থাকলে তা ডিলিট করে পুনরায় রেকর্ডিং করে পাঠাতে পারবেন। নতুন এই ফিচার অনুযায়ী যতক্ষণ না ব্যবহারকারী তার ভয়েস মেসেজ প্রেরণ করেছেন ততক্ষণ কোনো ভাবেই পৌঁছাবে না অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে।

Advertisements

তবে জানা যাচ্ছে, এই ফিচার আপাতত পরীক্ষামূলক জায়গায় রয়েছে। বেশকিছু ব্যবহারকারী এই ফিচার তাদের অ্যাপে পেয়েছেন বলেও জানা যাচ্ছে। আগামী দিনে এই ফিচার প্রতিটি ব্যবহারকারীরাই খুব শীঘ্র পাবেন এমনটাই আশা করা হচ্ছে।

Advertisements