নতুন বছরেই WhatsApp-এ আসছে ৫ পরিবর্তন, বদলে ব্যবহারের ধরণ

শর্মিষ্ঠা চ্যাটার্জী : স্মার্টফোন ব্যবহারকারীদের একমাত্র অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন বছরের শুরুতেই আসতে চলেছে বদল। অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারী উভয়দের জন্যই কিছু নতুন ফিচারের সংযোজন নতুন বছরের শুরুতেই হবে বলে জানা গিয়েছে। ২০২২ এ নতুন বছরের সাথে সাথে হোয়াটসঅ্যাপের নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এখনও পর্যন্ত যে যে পরিবর্তন সম্পর্কে জানা গিয়েছে তার মধ্যে রয়েছে,

১) হোয়াটসঅ্যাপ লগ আউট : এবার নয়া ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের খুশি মতো অ্যাপটি লগ ইন বা লগ আউট করতে পারবেন। অ্যাকাউন্ট ডিলিট অপশনটি হোয়াটসঅ্যাপ লগ আউট দ্বারা প্রতিস্থাপিত হবে। নতুন ফিচারের ক্ষেত্রে ব্যবহারকারী নিজের প্রয়োজনে অ্যাপ থেকে বিরতি নিতেও পারেন।

২) হোয়াটসঅ্যাপে রিল : মেটা প্রযুক্তি বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এই তিনটি অ্যাপকেই একত্রিত করার চেষ্টা চালাচ্ছে। ফলে ইনস্টাগ্রাম রিলের সাপোর্ট এবার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও চলে আসবে বলে ধারণা করা হচ্ছে যদিও এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল খবর মেলেনি।

৪) বেছে বেছে লুকোনো যাবে লাস্ট সিন : নতুন বছরে এমন একটি ফিচার আসতে চলেছে যেখানে আপনি পছন্দমতো বেছে বেছে কন্টাক্ট লাস্ট সিন লুকিয়ে রাখতে পারবেন।

৫) Delete For Everyone এর ক্ষেত্রে কোনো সময় নির্ধারিত নেই : বর্তমানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো মেসেজ সবার জন্য ডিলিট করা যায় তবে নয়া ফিচারে সেই সময়সীমা উঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

৬) মাল্টি ডিভাইস সাপোর্টের পাবলিক রিলিজ : চলতি বছরে iOS বিটা এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি এসে যাবে। একাধিক ডিভাইসে লগ ইন করে রাখা যাবে অ্যাকাউন্ট।