এই ৮টি কারণে পাকাপাকিভাবে বন্ধ হতে পারে আপনার WhatsApp অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদন : WhatsApp অ্যাকাউন্ট নিয়ে ভারতে নতুন নিয়ম চালু হয়েছে, এই বিষয়ে আমরা প্রায় প্রত্যেকেই অবগত। নতুন নিয়মের কারণে ইতিমধ্যেই গত কয়েক মাসে ৫০ লক্ষের বেশি WhatsApp অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ হয়েছে। এই সকল অ্যাকাউন্ট নিষিদ্ধ করার কারণও জানানো হয় সংস্থার তরফ থেকে। মূলত নীতি ভঙ্গ করার কারণে এই সকল অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়ে থাকে।

১) ফেক অ্যাকাউন্ট খোলা হলে তা সংস্থা জানতে পারলেই সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করে দেয়।

২) যদি কোন WhatsApp ব্যবহারকারীর কাছে আপনার ফোন নম্বর সেভ করা নেই, অথচ আপনি তাকে বারংবার ম্যাসেজ করছেন তাহলে সংস্থার তরফ থেকে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।

৩) থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে মেসেজ করলেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য অ্যাপগুলি হল হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবিহোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ প্লাস।

৪) যদি আপনার নম্বর অসংখ্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্লক করে থাকে তাহলে কোনভাবেই নিস্তার নেই। এক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৫) আপনার নম্বরের বিরুদ্ধে অসংখ্য ব্যবহারকারী রিপোর্ট করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

৬) কোন মেসেজ কাউকে ফরওয়ার্ড করার আগে যাচাই করে নিতে হবে। যদি সেই মেসেজের মধ্যে APK ফাইলের বেশে ম্যালওয়্যার কিংবা সন্দেহজনক লিঙ্ক থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বন্ধ হতে পারে।

৭) নিজেদের নিয়ম-নীতির সংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে স্পষ্ট করে বলা আছে, বেআইনি, অশ্লীল, মানহানিকর, হুমকি, ঘৃণা উদ্রেককারী মেসেজ করলে অথবা কাউকে বিরক্ত করলে, ভয় দেখালে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৮) ফেক অ্যাকাউন্টের মত ফেক মেসেজ নিয়েও অত্যন্ত সতর্ক হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে এই ধরনের কোন মেসেজ, ভিডিও অথবা ছবি পাঠানোর আগে সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যথায় সংস্থার কোপে পড়তে হবে অনিবার্যভাবে।