নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল WhatsApp। এই অ্যাপের জনপ্রিয়তা এবং ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে কোন সন্দেহ নেই। কেবলমাত্র ভারতের মতো দেশে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি।
সোশ্যাল মাধ্যম হিসেবে ব্যবহৃত এই অ্যাপে বিভিন্ন প্ররোচনামূলক বার্তা ইত্যাদি রুখে দেওয়ার জন্য নানান নিয়ম জারি করা হয়েছে। নিয়ম জারি করার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা আনা হয়েছে, যাতে করে এই অ্যাপের মধ্যে যে সকল গ্রূপ রয়েছে তার অ্যাডমিনরা বহু কিছু করতে পারেন। WhatsApp গ্রুপের অ্যাডমিনরা এযাবত যেকোনো ব্যক্তিকে তাদের গ্রুপে যেমন অ্যাড করা অথবা বহিষ্কার করার কাজ করতে পারতেন।
কিন্তু এবার এই মেসেজিং অ্যাপ সংস্থার তরফ থেকে অ্যাডমিনদের হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হলো। সেই ক্ষমতা বলে তারা কেবলমাত্র কোন ব্যক্তিকে গ্রুপে প্রবেশ করতে পারবেন অথবা বের করতে পারবেন এমন নয়, এর পাশাপাশি গ্রুপের যে কোন মেসেজ তারা ডিলিট করে দিতে পারবেন।
উদাহরণ হিসাবে বলা যায়, কোন একটি WhatsApp গ্রুপের অ্যাডমিন আপনি। সেক্ষেত্রে সেই গ্রুপে কোন এক ব্যক্তি এমন মেসেজ করেছেন যা গ্রুপের পক্ষে ক্ষতিকর অথবা সমাজের পক্ষে ক্ষতিকর বা আপনি ওই মেসেজ আপনার গ্রুপে রাখতে চাইছেন না। সে ক্ষেত্রে এর আগে ওই ব্যক্তিকে ডিলিট করার জন্য অনুরোধ করা অথবা নির্দেশ দেওয়া হতো। কিন্তু এখন আর সেসবের প্রয়োজন নেই। আপনি নিজেই সেই মেসেজ সবার জন্য ডিলিট করে দিতে পারবেন।
এক্ষেত্রে ওই মেসেজটি সিলেক্ট করার পর ডিলিট অপশন বেছে নিলেই Delete For Everyone অপশন দেখাবে। সেটি সিলেক্ট করে ওই মেসেজ ওই গ্রুপে থাকা প্রত্যেকের জন্য ডিলিট করে দেওয়া সম্ভব। এই নতুন ব্যবস্থাই হোয়াটসঅ্যাপ গ্রুপের রাস সম্পূর্ণভাবে অ্যাডমিনদের হাতে চলে গেল বলেই মনে করা হচ্ছে।