নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। এর সঙ্গে অন্য কোন অ্যাপের তুলনা হয় না। বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করে থাকেন। বিশ্বকে ছেড়ে শুধু ভারতের দিকে তাকালেই এর ব্যবহারকারীর সংখ্যা পাওয়া যাবে ৫০ কোটির বেশি। তবে এবার এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যেতে চলেছে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা।
WhatsApp তাদের ব্যবহারকারীদের সুবিধা এবং সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে নানান পরিষেবা চালু করে থাকে। সেই রকমই তারা নিয়ে এসেছে একটি বিশেষ অপশন View Once। এই অপশনের মাধ্যমে এক প্রান্তের ব্যবহারকারী অন্য প্রান্তের ব্যবহারকারীদের কোন ছবি অথবা ভিডিও পাঠালে একবার দেখা যায়।
এক প্রান্তের ব্যবহারকারী অপর প্রান্তের ব্যবহারকারীকে এই অপশনের মধ্য দিয়ে পাঠানো ছবি অথবা ভিডিও একবার দেখার পরই তা নিজে থেকে উধাও হয়ে যায়। তবে দেখা গিয়েছে সুরক্ষার কারণে এই অপশন আনা হলেও অনেকেই তা স্ক্রিনশট করে রেখে দিচ্ছেন। এবার সেই জায়গায় লাগাম টানতে নয়া বন্দোবস্ত করল সংস্থা।
সংস্থার তরফ থেকে পরীক্ষামূলকভাবে বিটা ব্যবহারকারীদের ক্ষেত্রে View Once অপশনের মাধ্যমে পাঠানো ছবি অথবা ভিডিওর ক্ষেত্রে স্ক্রিনশট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে এই View Once অপশনে পাঠানো ছবি অথবা ভিডিও কোন ব্যবহারকারী স্ক্রিনশট করতে পারবেন না বলে জানা যাচ্ছে।
WhatsApp news of the week: screenshot blocking and WhatsApp Premium!
We announced 8 features for WhatsApp beta for Android, iOS, and Desktop! Read our summary if you didn't have time to discover these stories posted this week.https://t.co/1fdr2OXSvk
— WABetaInfo (@WABetaInfo) October 9, 2022
View Once অপশনের ক্ষেত্রে স্ক্রিনশট বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে সংস্থা এই বিষয়ে জানানো হয়েছে WABetaInfo ওয়েবসাইটের তরফ থেকে। এর পাশাপাশি আরও একটি প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের তরফ থেকে গ্রুপ চ্যাটে ভোটিংয়ের অপশন আনা হচ্ছে যাতে সহজেই নিজেদের মতামত জানানো যায়।